আজও চুড়িহাট্টায় হারানো স্বপ্ন খুঁজে ফেরেন স্বজনরা
১৯ ফেব্রুয়ারি ২০২১ ১৫:৩১ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২১ ১৮:৪২
২০১৮ সালের ২০ ফেব্রুয়ারি, সে এক ভয়াবহ রাত নেমেছিল পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায়। ওয়াহেদ ম্যানশন নামে একটি ভবনের রাসায়নিক গুদামে হঠাৎ অগ্নিকাণ্ডে মারা যান কমপক্ষে ৭১ জন। সময়ের চাকায় ভর করে দুই বছর পূর্ণ হলো সেই বিভীষিকাময় ঘটনার। সেই আগুনের উত্তাপ আজও ভুলতে পারেননি নিহতদের স্বজনরা। কেউ সন্তানের, কেউ স্বামীর, কেউবা চোখের পানি ফেলছেন পিতা-মাতার ছবি হাতে। স্বজন হারানো মানুষগুলো সেই ভবনের নিচে খুঁজে ফিরছে তাদের হারানো স্বপ্ন। ছবিগুলো চুড়িহাট্টা থেকে তুলেছেন সুমিত আহমেদ।