দরজায় বসন্ত, ফুলে ফুলে সেজেছে ফুলের দোকান
১৩ ফেব্রুয়ারি ২০২১ ১০:১০ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২১ ১৩:১৭
বসন্ত উৎসব ও ভালোবাসা দিবস মিলেমিশে একাকার হয়ে যাওয়ায় তৈরি হয়েছে এক মধুর সমস্যা। কি হবে এইদিনের পোশাকের রঙ? বসন্তের বাসন্তী, না ভালোবাসার লাল? এইদিনের প্রাণভোমরা তরুণ-তরুণীদের মধ্যে সেই বিতর্ক হয়তবা আরও কয়েক বছর চলবে। তবে পোশাকের রঙ যাই হোক ফুল তো লাগবেই। স্বাভাবিকভাবেই ভিড় বাড়ছে রাজধানীর শাহবাগে। রোগ শোক জরা কাটিয়ে ওঠার চেষ্টায় নতুন রূপে সাজছে এখানকার ফুলের দোকানগুলোও। গত বছরজুড়ে চলা করোনাভাইরাসের ক্ষতি কাটিয়ে উঠতে এই ফেব্রুয়ারি টার্গেট ব্যবসায়ীদের। নানান রঙ ও বর্ণের ফুলের পসরা সাজিয়ে বসেছেন তারা। ছবি: সুমিত আহমেদ