শোকে স্তব্ধ আর্মি স্টেডিয়াম
১৯ মার্চ ২০১৮ ২০:৪৯ | আপডেট: ১৯ মার্চ ২০১৮ ২১:০৩
রাজধানীর আর্মি স্টেডিয়ামে দ্বিতীয় জানাজা শেষে নেপাল ট্রাজেডিতে প্রাণ হারানো ২৩ জনের কফিন স্বজনদের হাতে বুঝিয়ে দেওয়া হয়। ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র আলোকচিত্রী হাবিবুর রহমান।
নেপালে উড়োজাহাজ দুর্ঘটনার সাতদিন পর ঢাকায় আনা হয়েছে ২৩ মরদেহ।
প্রিয়জনের ছবি বুকে ধরে কান্নায় ভেঙে পড়েন এক মা।
শোকার্ত স্বজনদের কান্না-আহাজারিতে স্তব্ধ হয়ে পড়ে আর্মি স্টেডিয়ামের পরিবেশ।
কফিনের ওপর লেখা নামের সঙ্গে পরিচয় মিলিয়ে নিহতের স্বজনরা মরদেহ বুঝে নেন।
জানাজা শেষে মরদেহগুলো বিমান বাহিনীর তত্ত্বাবধানে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
প্রিয়জন হারানোর কান্নায় ভেঙে পড়ে বিভিন্ন বয়সী মানুষ।
জানাজা শেষে স্বজনদের আহাজারিতে আর্মি স্টেডিয়ামের বাতাস ভারি হয়ে যায়।
সারাবাংলা/এইচআর/এমআই