চৈত্রের গরমে স্বস্তির খোঁজে
১৯ মার্চ ২০১৮ ১২:২৭ | আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ২০:১১
চৈত্রের দুপুরে শীতলতার ছোঁয়া পেতে খেলার ছলে পানিতে সাঁতার কাটছে শিশুরা। সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনের পাশে লেক থেকে সুমিত আহমেদের তোলা ছবি
চৈত্রের পঞ্চম দিন, বেড়েছে তাপদাহ, বেড়েছে শ্রমজীবী মানুষদের কষ্টও। তাপদাহে যেন শুকিয়ে আসে গলা। তাই তো তৃষ্ণা মেটাতে পানি পান করছেন এক রিকশাচালক। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে তোলা ছবি
এমনই চৈত্রের দিনে ক্লান্ত রিকশার দুই যাত্রী। ছাতা মাথায় প্রশান্তি লাভের চেষ্টা তাদের। পল্টনে শিক্ষা ভবনের সামনে থেকে তোলা ছবি
সারাবাংলা/একে