ধানের ক্ষেতে টিয়ার ওড়াউড়ি [ছবি]
২৩ নভেম্বর ২০২০ ১২:৩৯ | আপডেট: ২৩ নভেম্বর ২০২০ ১৬:৪৯
রাঙ্গুনিয়ার গুমাই বিল। অগ্রহায়ণের এমন দিনগুলোতে পাকা ধানের সুগদ্ধ ছড়িয়ে যায় গোটা এলাকায়। পাকা ধান কাটার মৌসুমই চলছে এখন। সবুজ ধানক্ষেতে সোনালি হয়ে ওঠা পাকা ধানের গন্ধেই কি না হাজির টিয়া পাখির দল। শত শত পাখির সেই ঝাঁক উড়তে থাকলে কিচিরমিচির শব্দে মুখর হয়ে ওঠে চারদিক।
গুমাই বিল থেকে টিয়া পাখির সেই ঝাঁকের ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট শ্যামল নন্দী