ফুড়ুৎ করে উড়ছে ফড়িং, ধরতে পারে কে! [ছবি]
১২ সেপ্টেম্বর ২০২০ ০৯:৩২ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২০ ১২:৫২
প্রখ্যাত কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার ‘বিলাসী’ গল্পে লিখেছিলেন— ‘অতিকায় হস্তী লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে।’ শরৎবাবু যে প্রেক্ষাপটে এই অমর বাক্যটি রচনা করেছিলেন, সেই প্রসঙ্গের বাইরে গিয়েও বলা যায়— প্রাগৈতিহাসিক কোনো প্রাণীর কথা উঠলে তেলাপোকাই ঘুরেফিরে আসে। অথচ বিজ্ঞান বলছে, ফড়িং, যাকে ধরার জন্য কি না শিশু-কিশোররা ঘণ্টার পর ঘণ্টা পরিশ্রম করেও হাঁপিয়ে যায়, সেই ফড়িংও কিন্তু প্রাগৈতিহাসিক যুগেরই প্রাণী এবং দিব্যি টিকে রয়েছে এই একবিংশ শতাব্দীতেও!
শহুরে জীবনে তেমন একটা চোখে না পড়লেও গ্রামেগঞ্জে ছোট্ট এই পতঙ্গের দেখা কিন্তু হরহামেশাই মেলে। বিশেষ করে শিশু-কিশোরদের চোখে পড়লে ফড়িং না ধরা পর্যন্ত যেন শান্তি নেই। কিন্তু এই ফড়িং কাছে আসে, বসে— কিন্তু ধরাটাই দেয় না। তবু বাহারি রঙে আর নকশার শরীর নিয়ে সারাদিন যে নিত্য ওড়াউড়ি, তাতেই বৈচিত্র্যময় সৌন্দর্যের প্রতীক যেন ফড়িং।
বান্দরবানের বেতছড়া এলাকা থেকে চপলাচপল ফড়িংগুলোর ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট শ্যামল নন্দী