Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জলে ভাসে জীবন, রাজধানীতেও [ছবি]


১০ আগস্ট ২০২০ ০৮:২০ | আপডেট: ১০ আগস্ট ২০২০ ১৩:১৩

অগত্যা ‘পানিপথে’ই যাত্রা, মানুষ তো বটেই— এরকম ছাগলদেরই বা উপায় কী!

দেশের ৩৪টি জেলায় বন্যা ছড়িয়েছে। কোথাও কোথাও কমতে শুরু করেছে বন্যার পানি। তাতে নদী ভাঙনের কবলে পড়ছে অনেক এলাকা। অনেক এলাকায় পানি এখনো কমেনি, ঘরভর্তি পানির মধ্যেই বসবাস করতে হচ্ছে— যেন ভাসমান জীবন। ঢাকার বাইরের বন্যাপ্রবণ এসব এলাকার সঙ্গে পরিচিত সবাই। কিন্তু যদি বলি, ঢাকার মধ্যেই এমন ‘বন্যার জলে ভাসমান’ জীবন বয়ে বেড়াতে হচ্ছে!

শুনতে অবাক মনে হলেও ঢাকার নিম্নাঞ্চলগুলোতে ঠিক এমনই চিত্র দেখা যাচ্ছে। এমনিতে টানা কয়েকদিনের বৃষ্টিপাতে ঢাকার অনেক এলাকাতেই এমন দৃশ্য দেখা যায় বর্ষাকালে। কিন্তু এই ঘোর শ্রাবণে রাজধানীরই কিছু কিছু এলাকায় বন্যার পানিতেই হাবুডুবু খেতে হচ্ছে বাসিন্দাদের।

বিজ্ঞাপন

মিরপুরের বেড়িবাঁধ, শাহআলী চট্টবাড়ী, বিরুলিয়া এলাকা থেকে ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান

বন্যা বন্যার পানি বিরুলিয়া মিরপুর বেড়িবাঁধ রাজধানী রাজধানীতে বন্যা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর