সাগর পাড়ে রুপালি ঝিলিক [ছবি]
৩১ জুলাই ২০২০ ০৮:৩০ | আপডেট: ৩১ জুলাই ২০২০ ১২:১৪
দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ইলিশ শিকারে ছিল নিষেধাজ্ঞা। ২৩ জুলাই সে নিষেধাজ্ঞা কেটেছে। ঝটপট তাই সাগরে ইলিশের খোঁজে নেমে পড়েছেন জেলেরা। দীর্ঘদিন ইলিশ শিকার করতে না পারায় শুরুর এই সময়টায় ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা দেয় জালে। যে কারণে ৮/১০ দিনের জন্য সাগরে নামলেও ৩/৪ দিনের মধ্যেই ভরে যাচ্ছে ট্রলার, ফিরে আসতে হচ্ছে পাড়ে। ইলিশ বোঝাই ট্রলার ঘাটে ভিড়তেই রুপালি ঝলকানি ছড়িয়ে নামছে ইলিশ, উঠে যাচ্ছে ছোট-বড় বিভিন্ন আকৃতির ট্রাকে।, গন্তব্য রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা।
চট্টগ্রামের ফিশারিঘাট থেকে ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট শ্যামল নন্দী