কিম জং উনের প্রত্যাবর্তন (ফটোস্টোরি)
৪ মে ২০২০ ০৩:৩০ | আপডেট: ৪ মে ২০২০ ০৮:২১
মাত্র ২০ দিন বিশ্ব মিডিয়ায় অনুপস্থিত ছিলেন কিম জং উন। আর তাতেই গুজব তার মৃত্যুর সংবাদে গিয়ে ঠেকেছে। এখানে অবশ্য দক্ষিণ কোরিয়া শুরু থেকেই কিমের অসুস্থতা বা মৃত্যুর খবরকে পাত্তা দেয়নি। কিন্তু তার লাপাত্তা হওয়ার খবরের সঙ্গে চীন, আমেরিকাও নিজেদেরকে জড়িয়ে ফেলার পর কয়েক ঘণ্টার মধ্যেই কিম জং উনের জীবন্ত উপস্থিতি জানান দেয়। উত্তর কোরিয়ার একটি সার কারকাখানা উদ্বোধনের সময় ২০ দিন পর আবার মিডিয়র সামনে এসেছেন বলে উত্তর কোরিয়ার নিউজ এজেন্সি কেসিএনএ জানিয়েছে। আর টুইটারে মাত্রাতিরিক্ত সরব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইডি থেকে কিম জং উনের প্রত্যাবর্তনের ওই তিনটি রিটুইট করা হয়। সারাবাংলার পাঠকদের জন্য সেই তিনটি ছবি –