কচি পাতা প্রথম প্রাতে, কী কথা কয় আলোর সাথে…
৫ মার্চ ২০২০ ১৫:০৭ | আপডেট: ৫ মার্চ ২০২০ ২২:২৪
পাতাঝরা বৃক্ষের মাথা মুড়িয়ে বিদায় নিয়েছে শীত। বসন্তের মাঝামাঝিতে এসে সেই গাছগুলোতে আবার উঁকি মারতে শুরু করেছে নতুন পাতা। যেন বসন্তের ছোঁয়ায় প্রাণ ফিরে পেতে শুরু করেছে ন্যাড়া বৃক্ষেরা। সারারাতের শিশিরভেজা পাতাগুলো সকালের সোনারোদে যেন হেসে লুটোপুটি খায়…
ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ