Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরিষা ফুলে সেজেছে মাঠ [ফটো স্টোরি]


৩১ ডিসেম্বর ২০১৯ ০৮:৩০ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৯ ১০:৩০

 ফসলের মাঠগুলোতে এখন সরষের হলুদ ফুলে  ছেয়ে  গেছে। মাঠের পর মাঠ জুড়ে বিরাজ করছে  থোকা  থোকা হলুদ ফুলের দৃষ্টিনন্দন মনোমুগ্ধকর দৃশ্য। সরষের ফুল আকৃষ্ট করছে  মৌমাছিসহ প্রকৃতিপ্রেমীদের। নয়নাভিরাম  সেই সরষে ক্ষেতের আলে আলে জাতীয় পতাকা নিয়ে খেলাধুলা করছে শিশুরা। এ  যেন গ্রামীণ ঐতিহ্যের এক অপরূপ নিদর্শন। এদিকে, বাজারে পেঁয়াজের অস্থিরতায়  দেশে যখন পেঁয়াজের হাহাকার, এ সুযোগ হাতছাড়া না করতে মুন্সিগঞ্জের  বিভিন্ন উপজেলার কৃষকরা পেঁয়াজ চাষে ঝুঁকে পড়েছেন। মুন্সিগঞ্জের সিরাজদিখান ঘুরে ছবি তুলেছেন সারাবাংলার ফোটো করেসপন্ডেন্ট সুমিত আহসান 

বিজ্ঞাপন

 

সরিষা ক্ষেত সরিষা ফুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর