গোলাপের গ্রাম [ফটো স্টোরি]
২৩ ডিসেম্বর ২০১৯ ১৪:২৫ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯ ১৬:৫৭
সাভারের বিরুলিয়া ইউনিয়নে ছোট্ট গ্রাম শ্যামপুর। তুরাগ নদীর তীরে এই গ্রাম জুড়ে চাষ হয় গোলাপের। তাই এটিকে ডাকা হয় গোলাপ গ্রাম নামে। সুন্দর ছবির মতো রূপকথার এই গ্রাম দেখে চোখ জুড়ায় যে কারও। প্রতিদিন অনেক পর্যটক আসেন গ্রামটিতে। গোলাপ বাগানের ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান।