হাওয়া লেগেছে নৌকার পালে [ফটো স্টোরি]
২০ ডিসেম্বর ২০১৯ ১৪:৪৮ | আপডেট: ২০ ডিসেম্বর ২০১৯ ১৭:১২
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের চিরচেনা রূপটি বদলে গেছে কয়েকদিন আগেই। উদ্যান সেজেছে প্রমত্ত পদ্মার রূপে। তাতে রয়েছে পদ্মাসেতু, বিশালাকৃতির পালতোলা নৌকা। আওয়ামী লীগের ২১তম কাউন্সিল ঘিরে নতুন এই সাজ পূর্ণতা পেয়েছে আজ শুক্রবার (২০ ডিসেম্বর)। সকালে থেকেই দেশের আনাচে-কানাচে থেকে দলে নেতাকর্মীরা আসতে শুরু করেন সোহরাওয়ার্দীতে। মিছিলে মিছিলে মুখর হয়ে উঠতে থাকে উদ্যান প্রাঙ্গণ। বর্ণিল ব্যানার আর ফেস্টুনের সঙ্গে সঙ্গে সম্মেলনে যোগ দিতে আসা অনেকের হাতেই ছিল দলের প্রতীক, দলীয় নেতাকর্মীদের আশা-আকাঙ্ক্ষার প্রতীক নৌকা। বাহারি আকৃতি, নকশার সঙ্গে সুসজ্জিত সব নৌকার দেখা মিলল তাদের হাতে। সম্মেলন ঘিরে যেন মিছিল-স্লোগানে সাজ সাজ রব সোহরাওয়ার্দী উদ্যানে। ৫০ হাজার নেতাকর্মীর এই বিশাল জমায়েত ঘিরে সতর্ক ছিল আইনশৃঙ্খলা বাহিনীও। দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে পূর্ণতা পাবে আওয়ামী লীগের ২১তম কাউন্সিলের এই আয়োজন। এখন কেবল সেই ক্ষণগণনার পালা। সোহরাওয়ার্দী উদ্যান থেকে ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ।