নলডাঙ্গার জলে-ডাঙায়
১৮ ডিসেম্বর ২০১৯ ১২:৫৬ | আপডেট: ২৯ জুলাই ২০২০ ০১:০৪
কবিতাপ্রেমীরা নাটোরের কথা মনে করলে তাদের ভাবনায় চলে আসবে বনলতা সেনের নাম। জীবনানন্দ হয়ত নাটোরের স্বভাব-কোমল এমন প্রকৃতি দেখেই বনলতাকে কল্পনায় এঁকেছিলেন। তবে আপনি কবিতার মায়ায় না জড়ালেও ঘুরে আসতে পারেন নাটোরের নলডাঙ্গা থেকে। গাঁয়ের মেঠো পথ, সবুজ প্রকৃতি, নদীতে ডিঙি নৌকা ও সহজ-সরল মানুষগুলো সহজেই আপনার মন কাড়বে। গ্রাম বাংলার অপরূপ প্রকৃতির ছবি তুলেছেন সুরজিৎ সরকার, প্রকাশিত হলো প্রথম পর্ব।