ছবিতে সপ্তাহের বিশ্ব
১৭ আগস্ট ২০১৯ ১৮:৪৬ | আপডেট: ১৭ আগস্ট ২০১৯ ১৮:৪৮
সারাবিশ্ব জুড়ে প্রতিনিয়তই চলছে নানা আয়োজন।
ঘটছে নানা ঘটনা।
সেসব ঘটনা-আয়োজন কখন কখনও উঠে আসে নানা খবর হয়ে।
সপ্তাহ জুড়ে বিবিসি’র বিভিন্ন উল্লেখযোগ্য সেসব খবরের সঙ্গে এই ছবিগুলো ব্যবহার করা হয়েছিল।
সেসব ঘটনা-বিষয়ের অসংখ্য ছবি থেকে বাছাই করে চলতি সপ্তাহের এই ছবিঘর—
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামনে আন্দোলনরত ব্রাজিলের এক আদিবাসী নারী।
স্বাস্থ্যসেবায় ভর্তুকি কমানোয় এই বিক্ষোভ হয়।
ঘরে ঢুকে পড়া বন্যার পানি সেচছেন এক নারী। ভারতের দক্ষিণ কর্ণাটকে হওয়া এই মৌসুমী বন্যায়
কমপক্ষে ১৪০ জনের মৃত্যু হয়। এতে প্রায় একলাখ লোককে
নিজেদের ঘরবাড়ি ছাড়তে হয়।
দুবাইয়ের প্রধান মসজিদের
সামনে ঈদুল আজহার দিনে প্রার্থনা করছেন এক নারী।
বসে বসে পাথরের আঘাতে সমুদ্রের ভেঙে যেতে থাকা ঢেউ
দেখছেন এক জুটি। ওয়েলস এর পোর্থক্যাল পোতাশ্রয়ের কাছ থেকে তোলা হয়েছিল ছবিটি।
ছবিতে রয়েছেন ‘ভ্যালেন্তিনা গ্যালাক্সি’র অভিনেত্রী জয় মারিয়া অনতো এবং সারাহ্ মিলে।
নতুন একটি পৃথিবীতে নামার পর তাদের প্রথম পদক্ষেপ, যদিও এটি স্কটল্যান্ডের হলিরোড পার্ক থেকে তোলা হয়েছে।
পেরুর লিমায় অনুষ্ঠিত প্যান আমেরিকা গেমস-এ কলম্বিয়া বিপক্ষে জয় পেয়েছে
ডমিনিকা রিপাবলিকের নারী ভলিবল দল জয় পেয়েছে। এই জয়ে টুর্নামেন্টের স্বর্ণ জিতে নেয় তারা। ছবিটি সেই খেলারই অংশ।
পূর্ণিমায় ভরা চাঁদের সামনে ফুটেছে আতশবাজি।
ইউরোপের ছোট্ট দেশ মাল্টার এক উৎসব থেকে তোলা হয়েছে এই ছবি।
গ্রিসের এভিয়া দ্বীপ থেকে তোলা এই ছবি। আগুন থেকে পোষা ছাগলের প্রাণ বাঁচাতে প্রাণপন
চেষ্টা করছেন স্থানীয় এক কৃষক। এই দাবানালের ঘটনায় প্রায় একশ গ্রামবাসীকে বাড়ি-ঘর থেকে সরে যেতে হয়েছিল।
৪ মিলিয়ন ডলার খরচ করে তৈরি করা নতুন ফুটওভার ব্রিজ। এই সেতু টিনটাজেল দুর্গের দুই অংশকে
যুক্ত করেছে এই সেতু। ইংল্যান্ডের কর্নওয়ালে অবস্থিত এই দুর্গের সঙ্গে
রাজা আর্থারের যোগ রয়েছে বলে প্রচলিত বিশ্বাস।
সারাবাংলা/এমও