ক্যাকটাস: কাঁটার সৌন্দর্য
২৯ জুন ২০১৯ ০৯:২১ | আপডেট: ২৯ জুন ২০১৯ ১২:৫৩
ঢাকা: মরুভূমির গাছ ক্যাকটাস এখন বাংলাদেশেও বেশ জনপ্রিয় ও সমাদৃত । কাঁটাযুক্ত এই গাছগুলোতে রয়েছে অন্যরকম এক সৌন্দর্য ৷ দৃষ্টিনন্দন এই ক্যাকটাস বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে নগরচাষীদের কাছে। নানা জাতের ও রং এর ক্যাকটাস এখন হয়ে উঠেছে ইন্টেরিয়র ডিজাইনের অন্যতম উপাদান। বৈঠকখানা, শোবার ঘর ও নগরীর রেস্টুরেন্টগুলোতে প্রাকৃতিক পরিবেশের আবহ তৈরি করতে রাখা হচ্ছে বাহারি ক্যাকটাস। শুধু একটি প্রজাতির নয়, একই টবে আছে নানারকম ক্যাকটাসের সমন্বয়- এমন টব কিনতে হলে ক্যাকটাসপ্রেমীদের যেতে হবে রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বিআইসিসি) পাশে বাণিজ্য মেলার মাঠে। সেখানে মাসব্যাপী চলছে ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০১৯’। ক্রিসমাস, সলকু, রেবুসিয়াস, ফারোডিয়া, ফণীমনসা, মাবিলেরিয়াস, লুবিভিয়া জাতের ছোট-বড় ক্যাকটাস পাওয়া যাবে ২০০ থেকে ৫০০ টাকায়। বৃক্ষমেলা ঘুরে বাহারি সব ক্যাকটাসের ছবিগুলো তুলেছেন সারাবাংলার স্টাফ করেসপন্ডেন্ট অলি উল্লাহ আল মাসুদ।
সারাবাংলা/ওএম