দাড়িয়াপাড়া বিলে শাপলার হাসি
২১ জুন ২০১৯ ০৮:৪৫ | আপডেট: ২১ জুন ২০১৯ ১৮:০১
বিস্তৃত বিলে ফোটা শাপলা শুধু দেখতেই সুন্দর নয় বরং জীবন-জীবিকার উৎসও। মুন্সিগঞ্জের সিরাজদিখান দাড়িয়াপাড়ার বিলে এখন বিলভরা শাপলা। শাপলা তুলতে এসেছে কিশোর রমজান। সপ্তাহে পাঁচ দিন বিলে শাপলা সংগ্রহ করতে আসে সে। পরে সেসব শাপলা বিক্রি করে বাজারে। পাইকাররা আঁটি ৫০ টাকা দরে কিনে নেন। প্রতি মৌসুমে শাপলা বিক্রি করেই চলে তার সংসার। তাই দাড়িয়াপাড়া বিলে শাপলা হাসলেই রমজানের মুখে ফুটে হাসি। ছবিগুলো বৃহস্পতিবার (২০ জুন) তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান।
শাপলা সাজিয়ে রাখছে রমজানআঁটি বাঁধা শাপলা
শাপলা বিক্রি করে জীবিকা চালায় রমজানের মতো অনেকে
বিলে শাপলা তুলে রোজগার সহজ কিন্তু নয়
সারাবাংলা/এনএইচ