Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাদল দিনের প্রথম কদম ফুল


১৫ জুন ২০১৯ ০৯:৪৯ | আপডেট: ১৫ জুন ২০১৯ ১০:৫৭

সবুজ পাতার ফাঁকে শহরে হেসেছে কদম, বর্ষার আগমনী বার্তা নিয়ে। আজ (শনিবার, ১৫ জুন) যে আষাঢ়ের প্রথম দিন। তাই যেখানেই থাকুন না কেন, এদিন অন্তত বৃষ্টি বিড়ম্বনা ভুলে যান। ব্যস্ত নগরীতে সময় পেলে খোঁজ নিবেন কোথাও কদম ফুটেছে কি না! ঢাকা বিশ্ববিদ্যালয়, রমনা ও কুড়িল থেকে ছবি তুলেছেন অলি উল্লাহ আল মাসুদ

বাংলায় কদম এসেছে সংস্কৃত কদম্ব থেকে যার অর্থ ‘যা বিরহীকে বেদনা দেয়।’উইকিপিডিয়ার মতে, কদম বা বুল কদমের বৈজ্ঞানিক নাম Anthocephalus indicus। বাংলাদেশ, ভারত, চীন ও মালয় এই বৃক্ষের আদি নিবাস।রবীন্দ্ররচনায় রয়েছে কদমের প্রভাব। ‘কদমগাছের ডালে/ পূর্ণিমা চাঁদ আটকে পড়ে/ যখন সন্ধ্যা কালে…’ অথবা ‘বাদল-দিনের প্রথম কদম ফুল’ কিংবা ‘কদম্বেরই কানন ঘেরি আষাঢ়মেঘের’ বা ‘এসো নীপবনে ছায়াবীথিতলে’ তারই প্রমাণ।কদমকে অনেকেই বলে থাকেন বর্ষার দূত।প্রকৃতিপ্রেমীরা হয়তো জেনে কষ্ট পাবেন, বাণিজ্যিক বনায়নের এই যুগে এখন আর সচরাচর কদমের দেখা পাওয়া যায় না। কমেছে কদমের কদর।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এনএইচ

 

আষাঢ় মাস কদম বর্ষা রমনা পার্ক শহরে কদম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর