শুধুই ট্রেনের অপেক্ষা
২ জুন ২০১৯ ১৪:৪৭ | আপডেট: ৩ জুন ২০১৯ ১২:২৩
ঈদ মানেই নাড়ীর টানে ঘরে ফেরা মানুষের ঢল। প্রিয় মানুষের সান্নিধ্য পেতে উৎসাহ আর আনন্দ নিয়ে ছুটে চলা কাঙ্খিত গন্তব্যে। এই ঈদযাত্রায় টিকিট পাওয়া থেকে শুরু করে ঘরে ফেরা পর্যন্ত ভোগান্তির শেষ নেই, তবু স্বজনদের কাছে ফিরে যাওয়ার আনন্দের সঙ্গে আর কিছুর যেন তুলনা হয় না।
রোববার (২ জুন) কমলাপুর রেলওয়ে স্টেশনেও দেখা গেছে ঘরমুখো মানুষের দুর্ভোগের চিত্র। ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটায় পরিবার পরিজন নিয়ে রীতিমতো বিপাকে পড়েছেন অনেকে। কেউ হয়ত স্টেশনে এসেছেন সেহরির পরেই। সকাল গড়িয়ে গেলেও দেখা নেই ট্রেনের। ফলে কোনোমতে প্লাটফর্মে একটু বসার জায়গা করে নিয়ে সেখানেই অপেক্ষার প্রহর গুনছেন যাত্রীরা। খবরের কাগজ বিছিয়ে ক্লান্ত কোনো যাত্রী হয়ত কিছুটা ঘুমিয়েও নিচ্ছেন। কমলাপুর স্টেশন ঘুরে যাত্রীদের অপেক্ষার প্রহরের ছবিগুলো তুলেছেন সারাবাংলার স্টাফ করেসপন্ডেন্ট অলি উল্লাহ আল মাসুদ।
সারাবাংলা/ওএম/এসএমএন