গামছার রঙে রঙিন ফুটপাত
১৯ ফেব্রুয়ারি ২০১৯ ২০:০১ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ২০:৩২
ফুটপাত ঘেঁষে প্রায় সাত ফুচ উঁচু দেয়াল। আর সেই দেয়ালজুড়ে ঝুলে রয়েছে হরেক রঙের গামছা। আড়াই হাত, তিন হাত বহরের একেকটা গামছার কোনোটায় ছোট চেক, কোনোটায় বড়। কোনোটায় আবার আড়াআড়ি স্ট্রাইপের নকশা। লাল, হলুদ, নীল— কী রঙ নেই সেই গামছার সম্ভারে!
রাজধানীর শ্যামলীতে শিশু পল্লী জামে মসজিদের সামনের দেয়ালজুড়ে এভাবেই মেলে রাখা হয়েছে গামছা। এর কোনো কোনোটি টান টান করে রাখা, কোনোটি এমনভাবে ঝুলিয়ে রাখা যেন স্কার্ফ। নগরের ফুটপাতেই যেন এ এক গামছার হাট!
দোকানদাররা জানালেন, ফুটপাত দিয়ে পথচারীদের যে আনাগোনা, তারাই চলতি পথে নেড়েচেড়ে দেখেন এসব গামছা। পছন্দ হলে কিনে নিয়ে যান। কুষ্টিয়া থেকে আনা সুতি কাপড়ের এসব গামছা ব্যবহারে যেমন আরামদায়ক, দামেও সস্তা— মিলবে ৬০ টাকা থেকে ২০০ টাকার মধ্যেই। শ্যামলী থেকে ছবিগুলো তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান
সারাবাংলা/টিআর