Wednesday 31 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানুষের যে স্রোত মিশেছিল অন্তহীন প্রাণের অনন্তযাত্রায় [ছবি]

হাবিবুর রহমান সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৫ ২২:৫২ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ ২২:৫৩

আপসের বদলে যিনি সংগ্রামকেই করেছিলেন জীবনের ব্রত। যে মহীয়সী নারী নিজের ঘর-সংসার, সুখ-স্বাচ্ছন্দ্য, সন্তানের মায়া ত্যাগ করে দেশের ভাগ্যাহত মানুষদের স্বজন ভেবে বাংলাদেশের মাটি আঁকড়ে বেঁচে ছিলেন, আজ তার চলে যাওয়ার দিন। তিনি চলে গেলেন পৃথিবী ছেড়ে, আমাদের ছেড়ে। তবে এটা ‍তার শারীরিক প্রস্থান। তিনি তার মানবিক ও ‘আপসহীন’ নেত্রীর অভিধা নিয়ে থেকে যাবেন মানুষের মন ও মননে। আজ তার অনন্তলোকের যাত্রায় শেষ বিদায় জানাতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে মিলেছিল লাখো শোকার্ত মানুষ। শুধু মানিক মিয়া অ্যাভিনিউ বা জাতীয় ভবন সংসদ নয়- গাবতলী, মিরপুর, সায়েন্সল্যাব ও শাহবাগ থেকে মানুষের স্রোত এসে মিলেছিল মহীয়সীর জানাজায়। বাংলাদেশের আপসহীন নেতা খালেদা জিয়ার অন্ততযাত্রায় মানুষের স্রোতের ছবিগুলো ফ্রেমবন্দি করেছেন সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরো

হাবিবুর রহমান - আরো পড়ুন
সম্পর্কিত খবর