চন্দ্র-সূর্যের আসা-যাওয়ার নিয়মে ৩৬৫ দিন পর পর বছরের ক্রমিক বদলায়। ৩৬৫ দিনের এই বৃত্তের মাঝে থাকে মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্না, চাওয়া-পাওয়া, এমনকি না পাওয়ারও বেদনা। তবুও মানুষ ক্রমাগত পুরাতনকে পেছনে ফেলে নতুনের দিকে যাত্রা করে। সেই যাত্রায় পঞ্জিকানুসারে ২০২৫ সালের শেষ সূর্যাস্ত ছিল আজ। আগামীকালের ভোর আসবে নতুন সূর্য নিয়ে, নতুন আশার সারথি হয়ে। নতুন বছরের যাত্রার অপেক্ষায় আজকের সূর্যকে বিদায় জানাল পৃথিবী। চট্টগ্রামের কর্ণফুলী নদী এলাকা থেকে সেই বিদায়ী সূর্যাস্তের ছবিগুলো তুলেছেন সারাবাংলার স্টাফ ফটোকরেসপন্ডেন্ট শ্যামল নন্দী।
বছরের শেষ সূর্যাস্তে নতুন ভোরের অপেক্ষা… [ছবি]
স্টাফ ফটোকরেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৫ ২০:১৪ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ ২১:১০
৩১ ডিসেম্বর ২০২৫ ২০:১৪ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ ২১:১০