Thursday 25 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে বড়দিন
প্রার্থনা ও উৎসবে যিশুর বন্দনা

স্টাফ ফটোকরেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৫ ২১:৪৭ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ২১:৫৩

বর্ণিল আয়োজনে বন্দরনগরী চট্টগ্রামে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘বড়দিন’ উদযাপিত হয়েছে। উৎসবের প্রধান আকর্ষণ ছিল দৃষ্টিনন্দন আলোকসজ্জা। ঝিলমিলে বাতির আলোয় সাজানো হয়েছে নগরীর পাথরঘাটা গির্জা ভবন। রাতের আঁধারে আলোকসজ্জায় সজ্জিত গির্জাটি এক স্বর্গীয় আবহ তৈরি করেছে। সেখানে বিশেষ প্রার্থনা আর কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়েছে।

 গির্জায় উৎসবের মুহূর্তগুলো ধরা পড়েছে সারাবাংলার স্টাফ ফটোকরেসপন্ডেন্ট শ্যামল নন্দীর ক্যামেরার ফ্রেমে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর