Sunday 29 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিশুদের ওপর আর সহিংসতা নয়

তাসমিয়া সরকার
৭ ডিসেম্বর ২০২৪ ১৪:০৬

বাংলাদেশে প্রতি ১০ জনের মধ্যে ৯ জন শিশুই প্রতি মাসে পারিবারিক সহিংসতার শিকার হয়। ছবি: ইউনিসেফ

শিশুর প্রতি সহিংসতা কমানো অত্যন্ত জরুরি। সহিংসতার ফলে শিশুদের শারীরিক, মানসিক এবং সামাজিক বিকাশে ব্যাপক ক্ষতি করতে পারে। সহিংসতার কারণে শিশুদের বিদ্যালয়ে উপস্থিতি ও মনোযোগ ব্যাহত হয় এবং এতে তাদের শিক্ষার মান নষ্ট হয় এবং ভবিষ্যতে অর্থনৈতিক সম্ভাবনা কমে যায়। শিশুর প্রতি সহিংসতা তাদের মানবাধিকার লঙ্ঘন করে। আন্তর্জাতিক সংস্থা এবং জাতীয় আইন অনুযায়ী, শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করা নৈতিক ও আইনি দায়িত্ব।

বিজ্ঞাপন

আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে বিভিন্ন কারণে ৪৮২ জন শিশু নিহত হয়েছে, যা ২০২৩ সালের একই সময়ের ৪২১ জন শিশুর মৃত্যুর তুলনায় বেশি। । এদের মধ্যে শারীরিক নির্যাতন, ধর্ষণ, অপহরণ এবং নিখোঁজের পর হত্যার ঘটনাগুলো প্রধান।

এছাড়া ২১৭ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে যার মধ্যে ১৫জনের মৃত্যু হয়েছে ধর্ষণের পর। ৬১জন শিশু ধর্ষণচেষ্টার শিকার হয়েছে। ৩৪ জন শিশু যৌন হয়রানির শিকার হয়েছে। ৮৫জন শিক্ষক কর্তৃক শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। ৩২জন ছেলে শিশু বলাৎকারের শিকার হয়েছে। এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনে নিরাপত্তা বাহিনীর গুলিতে ১২১জন শিশু প্রাণ হারিয়েছে। এই সহিংসতার ঘটনাগুলো বাংলাদেশের শিশুদের সুরক্ষার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করছে।

শিশু আইন, ২০১৩ অনুযায়ী শিশুর প্রতি শারীরিক নির্যাতন, যৌন হয়রানি, এবং শোষণ দণ্ডনীয় অপরাধ, তবে বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগ দায়ের করা হয় না বা বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হয়। এইজন্য প্রতিটি থানায় শিশু অধিকার বিষয়ক বিশেষ ডেস্ক স্থাপন প্রয়োজন। শিশু নির্যাতনের অভিযোগ দ্রুত গ্রহণ ও তদন্তে বিশেষ ইউনিট গঠন প্রয়োজন।

বাংলাদেশে গৃহকর্মী শিশুদের সুরক্ষার অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। যদিও গৃহকর্মী শিশুদের জন্য আইন (যেমন, শিশু শ্রম নিরোধ আইন, ২০১৩) এবং জাতীয় শ্রমনীতি, ২০১২ কিছু পদক্ষেপ নিয়েছে কিন্তু তা বাস্তবায়ন এবং নজরদারির অভাবে অনেক শিশু এখনও বিপদগ্রস্ত। বাংলাদেশ শিশু অধিকার ফোরাম এর এক প্রতিবেদনে বলা হয়েছে যে, গৃহকর্মী শিশুদের মধ্যে ৭০% শিশু শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়। ব্র্যাক এবং আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর তথ্যে প্রকাশিত হয়েছে যে, গৃহকর্মী শিশুদের মধ্যে ৩৫% শিশু শারীরিক নির্যাতন, ৪৫% মানসিক নির্যাতন, এবং ২০% যৌন নির্যাতনের শিকার হয়। তাই গৃহকর্মী শিশুদের জন্য ন্যূনতম বয়স, বেতন এবং কাজের পরিবেশের জন্য সুনির্দিষ্ট আইন প্রণয়ন এবং বাস্তবায়নে প্রশাসনিক উদ্যোগ গ্রহণ ও গৃহকর্মী শিশুদের প্রতি মানবিক আচরণে সচেতনতা সৃষ্টির জন্য প্রচারণা ও প্রশিক্ষণ জরুরি।

বিজ্ঞাপন

বাংলাদেশে সহিংসতার ঘটনা সঠিকভাবে নথিভুক্ত করার এবং দ্রুত প্রতিবেদন করার জন্য ১০৯ হেল্পলাইন চালু করা হয়েছে। তবে, সঠিকভাবে এটির ব্যবহারের হার কম, কারণ অনেক শিশু ও পরিবারের সদস্যরা সচেতন নয়। বাংলাদেশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং শিশু অধিকার সংস্থাগুলোর মাধ্যমে সঠিক শিক্ষামূলক ক্যাম্পেইন ও প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন, যাতে শিশুদের প্রতি সহিংসতার প্রতিরোধে কার্যকর প্রতিবেদন ও নথিভুক্তিকরণের হার বৃদ্ধি পায়।

লেখক: শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

সারাবাংলা/এসবিডিই

শিশু সহিংসতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর