Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনসাধারণের মন ছুঁয়ে নিয়েছে ‘সারাবাংলা ডটনেট’

রায়হান উদ্দিন
৬ ডিসেম্বর ২০২৩ ১৩:৪৯

সততা ও নির্ভুলভাবে এবং নিরপেক্ষভাবে সারা বাংলার গণমানুষের কাছে সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিরলসভাবে ও মূখ্য ভূমিকা পালন করে যাচ্ছে সারাবাংলা ডটনেট। সারা বাংলাদেশে জনসাধারণের কাছে জনপ্রিয় হয়ে দাঁড়িয়েছে এই অনলাইন পত্রিকা। যে পত্রিকাটির মধ্যে দেশের গুরুত্বপূর্ণ খবরাখবর এবং সাবলীল সংবাদ প্রকাশের কারণে দিন দিন বেশ সমৃদ্ধ ও পাঠকপ্রিয় হয়ে দাঁড়িয়েছে। এই পত্রিকায় সব পেশা, শ্রেণী, বর্ণ, ধর্ম নির্বিশেষে সব গোত্রের খবরাখবর প্রকাশ করে। এখানে সঠিক তথ্য ও মতামত প্রকাশ করার কারণে সবার মন ছুঁয়ে নিয়েছে। আমিও একজন সারা বাংলা ডটনেটের পাঠক। বর্তমানে সারাবাংলা ডটনেটে নতুনত্ব দিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছে।

বিজ্ঞাপন

সারা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন পত্রিকা হলো সারাবাংলা ডটনেট। পাঠক হিসেবে আমি প্রতিদিনই খবর পড়ার জন্য সারা বাংলা দেখী। সারাবাংলার মধ্যে খবর পড়ে এক রকম তৃপ্তি পাওয়া যায়। গুরুত্বপূর্ণ সব খবর পাওয়া যায় সারা বাংলা ডটনেটে। যে কেউ কোন খবর জানার জন্য সারা বাংলা দেখলেই সঠিক তথ্য খুঁজে পাই, যা পাঠকের মনে স্বস্তি মিলে। সারাবাংলা ডটনেট দিন দিন পাঠকপ্রিয় হয়ে উঠেছে। সারাবাংলা ডটনেটের দিন দিন পাঠকের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। যার কারণ সম্পাদক মহোদয় ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ভিন্ন ভিন্নধর্মী পদক্ষেপ গ্রহণ করছে। দেশ ও আন্তর্জাতিক খবরের পাশাপাশি খেলা, বিনোদন, লাইফস্টাইল, ধর্ম ও ইতিহাস, মুক্তমত, ফিচার, সাহিত্য সহ অনেক বিভাগ খোলা হয়েছে। যার প্রত্যেক বিভাগের খবর পাওয়া যাচ্ছে সেকেন্ডেই। সত্যি বলতে এসব বিভাগের কারণে পাঠকের চাওয়াকে সমৃদ্ধ করেছে।

বিজ্ঞাপন

প্রতিদিন দেশ ও দেশের বাইরের সংবাদ প্রকাশের পাশাপাশি মুক্তমতে লেখকরা দেশ ও বিশ্বের নানা সমস্যার কথা এবং প্রতিকার সম্পর্কে তুলে ধরে। এছাড়াও লেখকরা সাহিত্যের মধ্যে গল্প, কবিতা, ছড়া, প্রবন্ধ লিখে যাচ্ছে প্রতিনিয়ত। এমনকি ধর্ম ও ইতিহাস নিয়ে লিখতেছে সারাবাংলা ডটনেটে। বিশিষ্ট লেখকদের বিভিন্ন দিকনির্দেশনা মূলক লেখনীর দ্বারাই পাঠকরা তাদের হ্নদয়ে এই পত্রিকাটি জায়গা করে নিতে পেরেছে। পাঠকের মনের কথা ও ভালো লেখা প্রকাশ করে থাকে সারাবাংলা ডটনেট। এমনকি বিশিষ্টজনদের লেখার পাশাপাশি সারাবাংলা ডটনেট সুযোগ করে দিয়েছে তরুণ লেখকদের। তরুণ লেখকদের সুযোগ দেওয়ার কারণে তরুণ লেখকরা অনেক উৎসাহিত এবং আনন্দিত। আমি নিজেও তরুণ লেখক হয়ে আমাদের লেখা প্রকাশের সুযোগ দেওয়ার কারণে সারাবাংলা ডটনেট সংশ্লিষ্ট সকলের প্রতি সাধুবাদ ও কৃতজ্ঞ। আমাদের লেখা গুরুত্ব সহকারে দেখার কারণে বিশিষ্টজনদের লেখার পাশে আমাদের সুযোগ দেওয়ার কারণে আমাদের অনেক আনন্দ দেই। সারাবাংলা ডটনেট এর সম্পাদক মহোদয়রা সবসময় তরুণদের সাপোর্ট করে এবং পাশে থাকে। যার কারণে তরুণ লেখকরা আরো লেখালেখীর প্রতি আগ্রহ ও দায়িত্বশীল হয়ে পড়ে।

তরুণ লেখকদের লেখা পড়ে এবং নবীণ প্রবীণ লেখকদের মুক্তমত, সাহিত্য, ফিচারসহ বিভিন্ন মতামতধর্মী লেখা প্রকাশ হতে থাকলে দেশের সব জায়গায় এবং আন্তর্জাতিক মহলে সারাবাংলা ডটনেট ছড়িয়ে পড়বে খুব অল্প সময়ে এবং জনপ্রিয়তা লাভ করবে। আমার বিশ্বাস এই ধারাবাহিকতা ধরে রাখলে সামনে আরো বহুদূর এগিয়ে যাবে অনলাইন পত্রিকাটি। পত্রিকাটি রাষ্ট্রচিন্তা, জ্ঞাননির্ভর, আধুনিক ও নৈতিক সমাজ ও দেশ গঠনে নাগরিকদের সচেতনতা বৃদ্ধিতে ‘সারাবাংলা ডটনেট’ তার পথচলা আরো সুদৃঢ় করবে এবং গণমানুষের কাছে পৌঁছে দিবে বলে সেই প্রত্যাশা রাখি। গৌরবময় ও সমুজ্জ্বল পত্রিকার সপ্তম বছর পদার্পনে সংশ্লিষ্ট সকলের প্রতি শুভকামনা ও আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি।

লেখক: শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ

সারাবাংলা/এসবিডিই

জনসাধারণের মন ছুঁয়ে নিয়েছে ‘সারাবাংলা ডটনেট’ মুক্তমত রায়হান উদ্দিন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর