Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কী ভাবছেন তারা বাংলা ভাষা নিয়ে

আবু সুফিয়ান সরকার শুভ
১০ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:০০

বাংলা ভাষা বাঙ্গালির হৃদয় স্পন্দন। ভাষা আন্দোলনের মাঝে শুরু হয়ছে বাঙ্গালি জাতীয়তাবাদের চেতনা। এই চেতনা থেকেই বাঙ্গালি স্বাধীন জাতি। বাঙ্গালি জাতির পরিচয়বাহক এ বাংলা ভাষা আজ কালের স্রোতে দুষিত। বিভিন্ন ভাবে বাংলা ভাষার মাঝে অন্য বিদেশি ভাষা প্রবেশের ফলে ভাষার সৌন্দর্য হারিয়ে যাচ্ছে। প্রয়োজনের নামে কমিয়ে ফেলা হচ্ছে বাংলা ভাষার মর্যাদা। মুখে মুখে গৌরবের সঙ্গে উচ্চারিত হচ্ছে বিদেশি ভাষা। বাংলা ভাষার মর্যাদা অক্ষুণ্ণ এবং ভাষাকে জীবিত রাখতে ভাষার মাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি ভাবছেন তা তুলে ধরেছেন একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ক্যাম্পাস সাংবাদিক আবু সুফিয়ান সরকার শুভ।

বিজ্ঞাপন

বাংলা ভাষার মর্যাদা অটুট থাক

সাবিহা তাবাসসুম শুচি
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

বাঙালি জাতি হিসেবে আমাদের ঝুলিতে সবচেয়ে গৌরবময় অর্জন হলো মাতৃভাষা বাংলা। আমরা গর্ব করে বলতে পারি যে, পৃথিবীর বুকে আমরাই একমাত্র জাতি যারা ভাষার মান রাখতে রক্ত দিয়েছি। কিন্তু আমরা কি যথাযথ মূল্যায়ণ করতে পারছি আমাদের এই রক্তাক্ত ভাষাকে? বিভিন্ন বিদেশি ভাষার সংমিশ্রণে আমাদের মিষ্টি মাতৃভাষা হারিয়েছে তার শ্রুতিমাধুর্য। শিক্ষা, চাকুরীসহ আরও অনেক ক্ষেত্রেই বাংলার তুলনায় ইংরেজি ভাষায় পারদর্শিতাকে গুরুত্ব দেয়া হচ্ছে। তবে হ্যাঁ, আন্তজার্তিক অঙ্গণে এগিয়ে থাকার জন্য আমাদের অবশ্যই অন্যান্য ভাষা চর্চার প্রয়োজন আছে, কিন্তু সেটা মাতৃভাষাকে পেছনে ফেলে নয়। আমাদের দেশের কিছু নাটক ও চলচ্চিত্রে বর্তমানে ভাষার অপব্যবহার বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে। আবার কিছু তরুণ লেখক অর্থ ও খ্যাতির জন্য ভাষার প্রতি শ্রদ্ধাবোধ না রেখেই বইমেলায় একের পর এক বই প্রকাশ করে করে যাচ্ছেন, যাতে করে বাংলা ভাষার মর্যাদা ও সৌন্দর্য নষ্ট হচ্ছে তরুণ প্রজন্মের উচিৎ বাংলা ভাষা চর্চা ও গবেষণার প্রতি আরও বেশি উদ্বুদ্ধ হওয়া। শুদ্ধ ও সুন্দর বাংলা চর্চার মাধ্যমে কথোপকথনকে আরও বেশি আড়ম্বরপূর্ণ করে তোলা।

তরুণদের অনুপ্রেরণার নাম ফেব্রুয়ারি

সোহানুর রহমান সুবেল
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

ফেব্রুয়ারী তোমার কথা মনে হলেই কানে বাজে তরুণদের জয়ধ্বনি। ফেব্রুয়ারি নাম টা শুনলেই কেন জানি রক্তে কেমন একটা টান লাগে। পরক্ষণেই মনে পরে এই মাসটার জন্য যে অনেকেই রক্ত দিয়েছে। কারণ তাদের রক্ত যে আমাদের রক্তে বয়ে চলেছে। এর জন্যই হয়তো আমাদের এতটা টান। ফেব্রুয়ারি শুনলেই মনে পরে যায় রফিক, জব্বার, সালাম, বরকত আরও নাম না জানা অনেকেই যাদের জন্য আমাদের মুখের এই ভাষা কে আপন করে পেয়েছি। তারা না জন্ম নিলে হয়তো বাংলা ভাষার জন্ম হতো না। তারা রয়ে যাবেন ফেব্রুয়ারীর সকাল বেলার সূর্য উদয় হয়ে। তাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা হাস্যউজ্জুল সূর্য উদয় দেখতে পারি। তাদের জন্য তরুণরা আজকে শক্তি করে বলতে পারে তারুণ্যে মানুষ কে জিততে শেখায়, তারুণ্য মানুষ কে ত্যাগ শেখায়, কি ভাবে অধিকার আদায় করা হয় তা শেখায়। তাই আজকের তরুণরা তাদের কে বুকে ধারণ করে নিজেদের বড় হয়ে উঠার সপ্ন বুনে। তাই এই সময়ের তরুণরা চাই তাদের মতো আত্ম ত্যাগী হয়ে নিজেকে গড়ে তুলতে। ১৯৫২ তারই এক কোণ আমাদের সকলের ভিতরে জীবত অবস্থায় রয়ে যাবে চিরজীবন।

বিজ্ঞাপন

বাংলা ভাষার অবহেলা বন্ধ হোক

আজহারুল ইসলাম শুভ্র
পরিসংখ্যান বিভাগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

‘ফেব্রুয়ারি’ মনে করিয়ে দেয় ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম, চেতনা আর সালাম, রফিকদের ত্যাগ তিতিক্ষার অশ্রুঝরা গল্প। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের পর অনেকবার ভাষা দিবস পালিত হয়েছে, শহীদদের স্মরণ করে অনেকবার বেদীতে ফুল দেওয়া হয়েছে কিন্তু সর্বস্তরের বাংলা কি আজও চালু হতে পারে নি। আমরা এখনো বাংলা ভাষাকে প্রাপ্য সম্মান দিতে পারি নি। এখনও অফিস, আদালত, মন্ত্রণালয়, সচিবালয় গুলোতে ইংরেজির যৌবন চলে। পথে ঘাটে দোকানপাটের দিকে তাকালেই দেখা যায় ইংরেজির প্রচলন। বড় বড় সরকারি বেসরকারি প্রোগ্রামের ব্যানার এর দিকে তাকালেও দেখা যায় ইংরেজির প্রচলন। ইংলিশ মিডিয়াম স্কুলগুলো সিলেবাস থেকে বাংলা তুলে দিতে অস্থির। অনেকেই বাংলা ভাষায় কথাই বলতে পারে না। যেই ভাষার জন্য তাজা প্রাণ দেওয়া হয়েছিল, জীবন দেওয়া হয়েছিল সেই ভাষা আজ অবহেলিত। আমরা সালাম, রফিক দের রক্তের সম্মান দিতে ব্যর্থ হচ্ছি। শুধু ২১শে ফেব্রুয়ারিতে ভাষা দিবস পালন করেই ক্ষ্যান্ত না হয়ে বাংলা ভাষাকে সর্বস্তরের ভাষা হিসেবে প্রচলন করা হোক। আমাদের পরবর্তী প্রজন্মকে বাংলা ভাষার প্রতি উদ্বুদ্ধ করা হোক।

ভাষার মাসে ভাষা বিকৃতি বন্ধ হোক

ইমতিয়াজ আহমেদ
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

ভাষার মাস ফেব্রুয়ারী আসলেই সালাম,বরকত ও রফিকদের আত্ম ত্যাগের কথা স্বরণ হয়। কিন্তু ভাষা বিকৃত করার ফলে তাদের সেই আত্ম ত্যাগের তেমন কোন মূল্যই আমরা দিতে পারি নি। আজ-কাল চারদিকে যেন ভাষাকে নিয়ে রসিকতা। আমরা আমাদের আপনজনদের নাম বিকৃত করে উচ্চারণ করে থাকি।হয়তো তা করা হয় রসিকতার সুরে কিন্তু নি:সন্দেহে তা ভাষার বিকৃতি।আজ-কাল ভাষা বিকৃতির কেন্দ্রস্থল যেন সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো। এখানে মানুষজন বিভিন্ন স্ট্যাটাস, কমেন্টস এবং মেসেজ করার সময় বাংলা ভাষার বিভিন্ন শব্দের বানানে অনেক ভুল করে থাকে এবং রসিকতা করে অনেক শব্দ উচ্চারণ করে থাকে যা ভাষার স্বাভাবিক বিকাশকে নষ্ট করে। আবার অনেকেই আঞ্চলিক ভাষায় কথা বলা মানুষদেরকে নিয়ে রসিকতা করে যা মোটেই কাম্য নয় কেননা অঞ্চলভেদে ভাষার পরিবর্তন বা উপভাষাগুলোই হল ভাষার সৌন্দর্য। সর্বোপরি ভাষার মাসে ভাষা বিকৃতি বন্ধের প্রতিজ্ঞাবদ্ধ হয়ে মাসটিকে উদযাপন করি।

বাংলা ভাষাকে সম্মান করা উচিত মন থেকে

রাকিব হোসেন
মার্কেটিং বিভাগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

ভাষা! সম্পূর্ণরূপে, সহজতর উপায়ে এবং দ্বিধাহীনতার সাথে মাধুর্য মিশিয়ে মনের ভাব প্রকাশ করার মাধ্যমই ভাষা। দেশ, জাতি, বর্ণ, গোষ্ঠী ইত্যাদি ভেদ হলেও সকল মানুষই মায়ের মুখ থেকে শেখা ভাষায় কথা বলতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যে বোধ করে। আর বাঙালি জাতির এই মাতৃভাষা ‘বাংলা’র সম্মান রক্ষার্থে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলন নামে একটি প্রতিবাদ করেছিলো যা পৃথিবীর ইতিহাসে প্রথম কোনো অভাবনীয় ঘটনা। সালাম, বরকত, জব্বার, শরিফ, শফিউর নাম না জানা আরও কতই না ভাষাপ্রেমিক মানুষ ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষার জন্য শহিদ হয়েছিল। ঢাকা মেডিকেল কলেজের সামনে দিয়ে যাতায়াত করার সময় মনের অন্তরালে কল্পনার মাধ্যমে ভেসে ওঠে সালাম, বরকতের সেই প্রতিবাদের গর্জন-রূপ এবং শহিদ হওয়ার দৃশ্যপট। কিন্তু আফসোসের বিষয় – শহিদ হওয়া, রক্ত দেওয়া এবং প্রতিবাদের মাধ্যমে পাওয়া বাংলা ভাষাকে সঠিক সম্মান-মর্যাদা আমরা দিচ্ছি না। বরং ইংরেজি ভাষা কিংবা মিশ্রিত বাংলা-ইংরেজি ভাষার মতো অপব্যবহার করছি। আমাদের উচিত, মন থেকে বাংলা ভাষাকে সম্মান করা।

ভাষার মাসেই শুরু হোক বাংলার শুদ্ধ ব্যবহার

আফরিতা জাবিন অমি
সমাজকর্ম বিভাগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

‘ফেব্রুয়ারি’ বাতাসে জয়ের আভাস, প্রকৃতিতে বিজয়ের উল্লাস, এ যে ভাষার মাস। ভাষার এই আন্দোলনে প্রথম শহীদ রফিক। এমন অসংখ্য তাজা প্রাণ তাদের বুকের রক্ত দিয়ে অর্জন করেছে অ,আ,ক,খ। এই অর্জন অমূল্য, তাই ভাষার সম্মান রক্ষা আমাদের অবশ্য কর্তব্য। কিন্তু বর্তমানে তরুণ প্রজন্ম বাংলা ভাষার শুদ্ধ প্রয়োগে খানিকটা ব্যর্থ। তারা বাংলা ভাষার সাথে তথাকথিত আরো ভাষা জুড়ে বাংলা ভাষাকে বানিয়ে দিয়েছে ‘বাংলিশ’। যা ভাষার ব্যঙ্গ বলা চলে। তাছাড়া বর্তমানে অভিভাবকরা তাদের সন্তানদের ছোটবেলা থেকেই ইংরেজি শিক্ষায় উৎসাহিত করে কিন্তু শুদ্ধ বাংলা শিক্ষা দেওয়ায় তাদের কোনো আগ্রহ নেই। আরো বেশ কিছু কর্মস্থল এবং শিক্ষাপ্রতিষ্ঠানে এখন বাংলা বলাকে অনুৎসাহিত করা হয়, এমনকি বাংলা বলাটাকে অপমানজনক মনে করা হয়। দেশ এর সর্বোচ্চ আদালতেও পুরোপুরি শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার হয়না, এতে আমাদের ভাষাশহীদদের ত্যাগ এবং অর্জনকে লাঞ্চিত করা হয়। এই ভাষার মাসে দূর হোক বাংলা ভাষার অসম্মান এবং গ্লানি। চর্চা হোক শুদ্ধ বাংলার,জয় হোক অ,আ,ক,খ’র।

লেখক: শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

সারাবাংলা/এজেডএস

আবু সুফিয়ান সরকার শুভ বাংলা ভাষা

বিজ্ঞাপন

ফিরে দেখা ২০২৪ / ছবিতে বছর ভ্রমণ
১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫

আরো

সম্পর্কিত খবর