Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানুষ কখনো পরাজিত হয় না


২৭ জানুয়ারি ২০২১ ২০:২১

২০২০ চলে গেছে। প্রকৃতির নিয়মেই সবকিছু বিদায় নেয়। মানুষ যেমন বিদায় নেয়, তেমনি করে সময়ও বিদায় নেয়। মানুষ চলে গেলে আর ফিরে আসে না। সময় চলে গেলে সেও আর ফিরে আসে না। মানুষ চলে যায়। সবাইকে চলে যেতে হয়। চলে যেতে হবেই। প্রকৃতি কোনো কিছুকে চিরদিনের জন্য ধরে রাখতে পারে না। তারপরেও নদী মরে গেলে যেমন তার চলার সরল রেখা রেখে যায়, তেমনি মানুষ চলে গেলে রেখে যায় তার কর্ম। সময় চলে গেলে তার দিন ক্ষণ মাস বছরের মাধ্যমে তার স্মৃতি চিহ্ন রেখে যায়। আমাদের যৌবনের প্রিয় কবি নির্মলেন্দু গুনের এক কবিতায় সম্ভবত এরকম পড়েছিলাম। তিনিও তার এক কবিতায় বলেছিলেন, সময়কে আমরা এভাবেই ভাগ করে নিই।

বিজ্ঞাপন

এবার আসা যাক মূল কথায়। ২০২০ সাল যেমন আমাদের কাছে তমসায় আবৃত বিভীষিকার মতো এসেছিল, তেমনি করে ২০২০ সাল আমাদের হাতে ধরে শিখিয়েছে অনেক কিছু, যা আমরা গত জীবনে পার করা সময়ে শিখতে পারিনি। আবার ২০২০ সাল আমাদের অনেক কিছু দিয়ে গেছে। আমাদের একটি কথা মানতেই হবে, ২০২০ সাল আমাদের আবার নতুন করে মনে করিয়ে দিয়েছে, মানুষ কখনো পরাজিত হয় না। মানুষ পরাজিত হতে পারে না। যত বড়ই বিরুদ্ধ শক্তি মানুষের সামনে তার কালো হাত মেলে ধরুক, মানুষে সেই বিরুদ্ধ শক্তির কালো হাত ভেঙ্গে চুরমার করে তার আপন শক্তিকে জয়ের রথে তুলে দিয়ে আপন গন্তব্যে নিয়ে গেছে। বিরুদ্ধ শক্তি যতই ভয়ানক হোক না কেন, সে বিরুদ্ধ শক্তি মানুষের প্রাণের শক্তির কাছে হেরে গেছে বার বার। মূল কথা হলো কোনো বিরুদ্ধ শক্তিই মানুষের চলার গতিকে রুদ্ধ করতে পারে না।

বিজ্ঞাপন

২০২০ সাল আমাদের দিয়েছে অনেক কিছু। আমাদের চিন্তা শক্তিকে এক লাফে হাজার হাজার মাইল দূরে নিয়ে গেছে। প্রগতির অগ্রযাত্রাকে আরও গতিময় করেছে মানুষের চিন্তা শক্তি মসৃণ হওয়ার জন্যে। মানুষ চিন্তা করে বুঝেছে মানুষের চেহারা মুখের ভাষা ভিন্ন ভিন্ন হলেও সকল মানুষ একই সমস্যার সম্মুখীন। আজ কোভিড-১৯ ভাইরাসের মত মহামারি কিংবা প্রাণঘাতী সমস্যায় ছোট বড় ধনী গরীব রাষ্ট্র সমূহে বসবাসকারী সকল মানুষই আক্রান্ত। এই সমস্যার সম্মুখীন হয়ে মানুষ বুঝতে পারছে সকল রাষ্ট্রের মানুষই মহাবিপদে আছে। শুধু আমাদের মতো রাষ্ট্রগুলোর মানুষই নয়, সকল রাষ্ট্রের মানুষই একটি বিষয় অনুধাবন করতে পেরেছে, আর তা হলো প্রাকৃতিক সমস্যা যখন মানুষের মধ্যে আসে, তখন সমস্ত পৃথিবীর মানুষ একই সমস্যার সমাধান করতে গিয়ে অন্যের দ্বারস্থ হয়ে থাকে।

যারা বলে থাকেন ২০২০ সাল শুধু আমাদের অন্ধকারের দিকেই নিয়ে গেছে, কেন জানি মনে হয় তাদের এই কথাটি সকল ক্ষেত্রে প্রযোজ্য নয়। ২০২০ সালে কোভিড-১৯ ভাইরাসের তাণ্ডব এসেছে বলেই পৃথিবীর বিজ্ঞানের গবেষণাগারে নতুন সৃষ্টির চিন্তা চেতনা মানুষের মেধা ও মননকে প্রগতির নতুন দিকে ধাবিত করেছে। মানুষ অনুধাবন করেছে, বিপদকালে মানুষকেই মানুষের পাশে যেতে হয়। একশ্রেণীর মানুষ অন্ধকারে বসে যতই মানুষের বিরুদ্ধে কিংবা জগত সংসারের বিপরীতে ষড়যন্ত্র করে যাক না কেন, ষড়যন্ত্রকারীরা কখনোই সমষ্টিগত মানুষের শুভ চিন্তার ঐক্যের মিছিলকে মাঝ পথে ছত্রভঙ্গ করতে পারে না। সমষ্টিগত মানুষের ঐক্যবদ্ধ আলোর মিছিল ঠিকই তার গন্তব্যে পৌঁছে যায়। যারা কোভিড-১৯ ভাইরাসকে পুঁজি করে মানুষের পকেটের টাকা লুণ্ঠন করতে উলঙ্গ নৃত্য শুরু করেছিলেন, তারা কেবল মানুষের ধিক্কার আর ঘৃণাটুকুই পেয়েছেন। যারা কোভিড-১৯ ভাইরাসকে পুঁজি করে রাষ্ট্রের টাকা এবং অসহায় গরীব মানুষের পকেটের টাকা চুরি করতে ব্যস্ত ছিলেন, তাদেরকে মানুষ চোর বাটপার ছাড়া আর কিছুই ভাবে না। কোভিড-১৯ ভাইরাসের তাণ্ডব-কালে সাধারণ মানুষ সাময়িককালের জন্য ভীত হয়ে পড়লেও, এক সময় কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। সাহসী মানুষের দল সাময়িককালের সকল ভীতি ও বিভ্রান্তি কাটিয়ে কোভিড-১৯ ভাইরাসের বিষাক্ত ছোবল থেকে রক্ষা পাওয়ার জন্য সাহসী মনোবৃত্তি নিয়ে সংগ্রাম করে যাচ্ছে। মানুষের মেধা ও বুদ্ধিমত্তার কাছে কোভিড- ১৯ ভাইরাসের বিষাক্ত নীল ছোঁবল একদিন পরাজিত হবে, মানুষ তা অবশ্যই বিশ্বাস করে।

২০২০ সাল কোভিড-১৯ ভাইরাসের তাণ্ডব লীলায় কেটে গেছে। আমাদের জীবন যাপনের আকাশে ২০২১-এর উদীয়মান সূর্য নতুনের বার্তা নিয়ে তার আলোক রশ্মি ছড়িয়ে যাচ্ছে। ২০২১-এর সূর্যরে পবিত্র আলোক রেখা আমাদের চলমান কোভিড-১৯ ভাইরাসের আতঙ্কের দুষ্ট ছায়া দূর করে মানুষের জীবন যাপনকে অবশ্যই আবার স্বাভাবিক করে তুলবে। এই আশা নিয়ে পৃথিবীর মানুষ ২০২১-এর যাত্রাপথের সঙ্গী হয়েছে।

তাই বলছিলাম, ২০২০ সাল যেমন আমাদের আতঙ্কের মাঝে ফেলেছে, ঠিক তেমনি করে ২০২০ সালই আমাদের অনেক কিছু শিখিয়েছে। আমরা পৃথিবীর মানুষ ২০২০-এর সকল শিক্ষা এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ২০২১-এর আলোক রশ্মিতে আবার পবিত্র হয়ে উঠবো, এই বিশ্বাস যেন আমরা মনের মধ্যে রাখি।

করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর