Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জীবন ভাগ্যের ছাপাখানায় মুদ্রিত বই

রিয়াজুল হক
১ জানুয়ারি ২০২৬ ১৯:৪৮

আমাদের প্রত্যেকের জীবন যেন এক একটি মুদ্রিত বই। আলাদা আলাদা নামের প্রচ্ছদ, আলাদা গল্প, কিন্তু সবাই একই নিয়মে বাঁধা। বইগুলো ছাপা হয়ে গেছে আগেই। নতুন করে কিছু যোগ করার সুযোগ নেই, আবার কোনো লাইন মুছে ফেলারও উপায় নেই। আমরা কেবল একের পর এক লাইন পার করে চলেছি কারণ জীবন নামের সেই বইয়ের চরিত্র আমরা।

আজ হয়তো আপনার জীবনের বইয়ের একটি নির্দিষ্ট লাইনে সময় কাটছে। সেখানে সংগ্রামের কথা লেখা আছে, ব্যর্থতার কথা আছে, রয়েছে অনিশ্চয়তার দীর্ঘ বাক্য। কিন্তু বই তো এক লাইনে শেষ হয় না। পরের লাইনে কী লেখা আছে, আমরা জানি না। পরের পৃষ্ঠায় কী অপেক্ষা করছে, সেটা তো কল্পনারও বাইরে! জীবনের সবচেয়ে বড় রহস্য এখানেই।

বিজ্ঞাপন

ধরা যাক, এই মুহূর্তে আপনার জীবন বইয়ের তৃতীয় পৃষ্ঠার দশ নম্বর লাইনে আপনি দাঁড়িয়ে আছেন। সেখানে হয়তো লেখা আছে, চেষ্টা করেও কিছু হলো না, স্বপ্নগুলো ঝুলে আছে মাঝপথে।’ অথচ বইয়ের চতুর্থ পৃষ্ঠার পঞ্চম লাইনে হয়তো লেখা আছে, ‘অবশেষে চাকরিটা হলো।’ কিন্তু সেই লাইন পর্যন্ত এখনো জীবন যায়নি বলে সেটির বিষয়ে আপনি কিছুই জানেন না।

মানুষ সাধারণত বর্তমান লাইনের কষ্টকে পুরো বই ভেবে বসে। অথচ বাস্তবতা হলো, জীবন কখনো একটানা সুখের বই নয়, আবার একটানা দুঃখেরও নয়। জীবন মানে অধ্যায়ের পর অধ্যায়, কখনো ছোট লাইনে আনন্দ, কখনো দীর্ঘ অনুচ্ছেদ জুড়ে অপেক্ষা কিংবা ব্যর্থতা।

এই কারণেই, জীবন এক ধরনের মিরাকেল। আমরা জানি না, আমাদের বই কত পৃষ্ঠার। কারো বই হয়তো হঠাৎ কয়েক পৃষ্ঠা পরেই শেষ হয়ে যায়। আবার কারো বইয়ের পৃষ্ঠা একটু বেশি থাকে। এই পার্থক্য আমাদের হাতে নেই। কিন্তু একটি বিষয় সবার জন্যই এক, সকলের বইয়ের শেষ আছে।

আমরা যদি জানতাম, বইয়ের শেষ পৃষ্ঠা কোথায়, তাহলে হয়তো অহেতুক রাগ, হিংসা, প্রতিশোধের জন্য লাইন নষ্ট করতাম না। ছোট ছোট আনন্দকে অবহেলা করতাম না। হয়তো বুঝতে পারতাম, এই লাইনটা আর ফিরে আসবে না।

জীবনের বইয়ে সব লাইন আমাদের পছন্দের হয় না। কিছু লাইনে চলার সময় চোখ ভিজে যায়, আবার কিছু লাইনে দীর্ঘশ্বাস জমা থাকে। কিন্তু সেই লাইনগুলোই পরের পাতার অর্থ তৈরি করে। সংগ্রাম না থাকলে সাফল্যের লাইন মূল্যহীন হয়ে যেতো।

আজ যারা নিজেদের জীবন বইয়ের কঠিন অংশে আটকে আছেন, তাদের জন্য এই উপলব্ধিটুকুই যথেষ্ট, ‘আপনি এখন যে লাইনে আছেন, সেটিই শেষ নয়। আপনি কেবল একটি লাইনে আছেন, পুরো বই নয়। বইটা শেষ না হওয়া পর্যন্ত গল্পের বিচার করা যায় না।’

আর যারা তুলনামূলক স্বাচ্ছন্দ্যের লাইনে আছেন, তাদেরও মনে রাখা দরকার, এই লাইন চিরস্থায়ী নয়। অহংকার নয়, কৃতজ্ঞতাই হওয়া উচিত সেই লাইনের ভাষা। কারণ জীবন বইয়ে হঠাৎ করেই দৃশ্যপট উল্টে যায়।

লেখক: অতিরিক্ত পরিচালক, বাংলাদেশ ব্যাংক

সারাবাংলা/ইউজে/এএসজি
বিজ্ঞাপন

খলনায়িকা কারিনা!
১ জানুয়ারি ২০২৬ ১৯:২৬

আরো

সম্পর্কিত খবর