নেত্রকোনা: নেত্রকোনা সীমান্তবর্তী কলমাকান্দায় অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হতে চেষ্টা করেছে পুলিশ।
রোববার (২৭ এপিল) বিকালে উপজেলার সদর ইউনিয়নের ডোরিয়াকেনা গোরস্থানের সামনের সড়ক থেকে মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানান, দুপুরে এলাকাবাসী মরদেহটি দেখেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত বৃদ্ধের নাম-পরিচয় নিশ্চিত হতে পুলিশ কাজ করছে।