বিভেদ সৃষ্টির অভিযোগ: খালেদার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল ২৩ জুলাই
২৬ জুন ২০১৮ ১৫:৫০
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও জাতিগত বিভেদ সৃষ্টির অভিযোগে দায়ের হওয়া মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়ে আগামী ২৩ জুলাই ঠিক করেছেন আদালত।
মঙ্গলবার (২৬ জুন) শাহবাগ থানা পুলিশ আরও সময় চেয়ে আবেদন করলে ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ প্রতিবেদন জমা দেওয়ার নতুন তারিখ ঠিক করে দেন।
বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী ২০১৪ সালের ২১ অক্টোবর মামলাটি দায়ের করেন। ওই দিন আদালত শুনানি শেষে শাহবাগ থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন।
মামলার এজাহার বলা হয়, ২০১৪ সালের ১৪ অক্টোবর বিকেলে শুভ বিজয়া অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে খালেদা জিয়া বলেছিলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতার মুখোশ পরে আছে। আসলে দলটি ধর্মহীনতায় বিশ্বাসী। আওয়ামী লীগের কাছে কোনো ধর্মের মানুষ নিরাপদ নয়। আওয়ামী লীগ ক্ষমতায় এসে হিন্দুদের সম্পত্তি দখল করেছে। হিন্দুদের ওপর হামলা করেছে। খালেদা জিয়ার এসব বক্তব্য যেমন ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে, তেমনি হিন্দু ও মুসলমানদের মধ্যে শ্রেণিগত বিভেদও সৃষ্টি করেছে।
সারাবাংলা/এআই/এটি
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook