Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারাকে পাঠানো আইনি নোটিশ প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৫ ১১:৩৪ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ১২:৫৬

ডা. তাসনিম জারা ও ডা. জাহাঙ্গীর কবির

ঢাকা: ফেসবুক-ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে ডা. জাহাঙ্গীর কবির ও তাসনিম জারাকে পাঠানো আইনি নোটিশ প্রত্যাহার করা হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব। সংশোধিত নোটিশ ডাকযোগে সংশ্লিষ্ট বিবাদীদের কাছে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এর আগে, ২৪ এপ্রিল অনলাইন মাধ্যমে সব ধরনের অশ্লীল-পর্নোগ্রাফিক ভিডিও, বিজ্ঞাপন ও প্রচারণা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়। মানবাধিকার সংগঠন ‘ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট’ এবং সুপ্রিম কোর্টের আইনজীবী বায়েজিদ হোসেন ও নাঈম সরদারের পক্ষে নোটিশটি পাঠান ব্যারিস্টার পল্লব।

বিজ্ঞাপন

সংশোধিত নোটিশে বলা হয়, প্রকৃতপক্ষে ডা. তাসনিম জারাকে উদ্দেশ্য করে সরাসরি কোনো আইনি নোটিশ পাঠানো হয়নি। একটি প্রসঙ্গ হিসেবে তার নাম উল্লেখ করা হয়েছিল। কিন্তু অনেকে ভিন্নভাবে ব্যাখ্যা দিয়ে বিষয়টি প্রচার করেছেন।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান ব্যাখ্যা করে একটি বিবৃতি দেন ডা. তাসনিম জারা। তিনি জানান, তার নাম-ছবি ব্যবহার করে অসংখ্য ভুয়া ফেসবুক আইডি ও ইউটিউব চ্যানেল প্রতারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছে, যা তার নিজস্ব নয়। দায়িত্বশীল অবস্থান থেকেই তিনি কাজ করে যাচ্ছেন।

ব্যারিস্টার পল্লব বলেন, ‘তাসনিম জারার এই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়েছেন নোটিশ দাতারা। এর পরিপ্রেক্ষিতে তার নাম সংশ্লিষ্ট নোটিশ থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে ডা. জাহাঙ্গির কবিরের নামও প্রত্যাহার করা হয়।’

সারাবাংলা/আরএম/এমপি