Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৫ ২৩:৩৬

খুলনা জেলার ম্যাপ। ছবি: সংগৃহীত

খুলনা: খুলনায় জিরোপয়েন্টে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ২৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২০ এপ্রিল) রাতে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া এন্ড সিপি) মোহা. আহসান হাবীব এ তথ্য জানান।

তিনি বলেন, ‘অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। রোববার সকালে জিরো পয়েন্ট এলাকায় মিছিল করার পর দুপুরে সোনাডাঙ্গা থানা এলাকার মজিদ সরণি, বয়রা এলাকার মহিলা কলেজ সড়ক ও দৌলতপুরে ঝটিকা মিছিল হয়।’

এদিকে, নগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টাকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী মো. ওয়ালিদ হাসান ইমনকে (২২) আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

রোববার (২০ এপ্রিল) বিকেল ৪ টার দিকে তাকে নগরীর বয়রা মহিলা কলেজের সামনে থেকে আটক করা হয়। সে আফজালের মোড় এলাকার বাসিন্দা হাবিবুর রহমান মোল্লার ছেলে।

সোনাডাঙ্গা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাই জানান, মিছিল করার অভিযোগে মো. ওয়ালিদ হাসান ইমন নামের একজনকে আটক করা হয়েছে। বিকালে বয়রা কলেজ মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো