Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালীতে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৫ ২২:৫৫

মানববন্ধন

পটুয়াখালী: পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের পশ্চিম হেতালিয়া ব্রিজ থেকে হাওলাদার বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে পশ্চিম হেতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে বক্তারা বলেন, বিগত ৫ বছর ধরে পশ্চিম হেতালিয়া ব্রিজ থেকে হাওলাদার বাড়ি পর্যন্ত রাস্তাটি সংস্কার না করে রাস্তার বিভিন্ন অংশ খুড়ে রাখা হয়েছে। এতে এলাকাবাসীর যাতায়াতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। এদিকে সামন্য বৃষ্টিতে ওই সড়ক  চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে বর্ষার আগে দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানান তারা।

বিজ্ঞাপন

এসময় মানববন্ধনে পশ্চিম হেতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. শাহজাহান, মামুন, মাহাবুব মুন্সি, আব্বাসসহ স্থানীয় কয়েকশ নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
১৫ ডিসেম্বর ২০২৫ ০৮:২৯

আরো