Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১১ বলে ওভার, আইপিএলে সন্দীপের লজ্জার রেকর্ড

স্পোর্টস ডেস্ক
১৭ এপ্রিল ২০২৫ ১৩:৫২

সন্দীপ শর্মা

প্রথম ৩ ওভারে দারুণ বোলিং করেছিলেন তিনি। শেষ ওভারেই এসেই হারিয়ে ফেললেন ছন্দ। রাজস্থান রয়্যালস পেসার সন্দীপ শর্মা এমনভাবেই খেই হারালেন যে হয়ে গেল লজ্জার এক রেকর্ড। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে এক ওভারে ১১ ডেলিভারি করে আইপিএলের ইতিহাসের দীর্ঘতম ওভারের রেকর্ডটা এখন সন্দীপের।

৩ ওভারে ১৪ রান, সন্দীপের স্পেলের প্রথম ভাগটা ছিল এমন দুর্দান্ত। এই ৩ ওভারে একটি বাউন্ডারিও হজম করেননি তিনি। নিজের চতুর্থ ওভার করতে এসে প্রথম বলে কোনো রান দেননি সন্দীপ। এরপর টানা তিনটি ওয়াইড করেন তিনি। পরের বলটি হয় নো। পরের দুই বলে চার ও চক্কা হজম করেন তিনি।

শেষ তিন বলে তিন রান দিয়েছেন তিনি। সব মিলিয়ে এই ওভারে ১১টি বল করেছেন সন্দীপ। আইপিএলের ইতিহাসে এটি যৌথভাবে দীর্ঘতম ওভার। এক ওভারে ১১ বল করেছেন আরও তিনজন বোলার।

বিজ্ঞাপন

২০২৩ সালে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে মোহাম্মদ সিরাজ এক ওভারে করেছিলেন ১১ বল। সেই মৌসুমেই লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে তুষার দেশপান্ডে এক ওভারে ১১ ডেলিভারি করেছিলেন। এই মৌসুমে কলকাতার বিপক্ষে শারদুল ঠাকুর এক ওভারে ১১টি বল করেছিলেন।

সারাবাংলা/এফএম