Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা মহানগর দক্ষিণ আ.লীগ নেতা শাহে আলম মুরাদ গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৫ ১২:১০ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ১২:১৫

মো. শাহে আলম মুরাদ। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

বুধবার (১৬ এপ্রিল) রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১০টার দিকে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেফতার মুরাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এর আগে, ৬ এপ্রিল রাজধানীর বায়তুল মোকাররম থেকে বঙ্গবন্ধু এভিনিউ পর্যন্ত হঠাৎ ঝটিকা মিছিল করে আওয়ামী লীগ। এই মিছিলের নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।

বিজ্ঞাপন
সারাবাংলা/ইউজে/ইআ
বিজ্ঞাপন

ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
১৫ ডিসেম্বর ২০২৫ ০৮:২৯

আরো