Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন মামলায় শাকিল-রুপা-মোজাম্মেল গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৫ ১৩:১৭ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ১৫:০৮

একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু গ্রেফতার।

ঢাকা: জুলাই-আগস্ট আন্দোলনে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় ইমরান হাসান হত্যা মামলায় একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবুসহ তিনজনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

বুধবার (১৬ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এ আদেশ দেন। এদিন সকালে আসামিদের আদালতে আনা হয়।

অন্য আসামিরা হলেন- একাত্তর টেলিভিশনের সাবেক বার্তাপ্রধান শাকিল আহমেদ ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।

আদলত সূত্রে জানা যায়, আসামিদের গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। পরে শুনানি শেষে নতুন মামলায় তাদের গ্রেফতার দেখানোর আদেশ দেন বিচারক। ইমরান হত্যা ছাড়াও যাত্রাবাড়ীর দনিয়া এলাকায় এক মাদরাসাছাত্র হত্যা মামলায় শাকিল-ফারজানাকে গ্রেফতার দেখানো হয়েছে।

গত ২১ আগস্ট শাকিল ও ফারজানাকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে পুলিশ। ১৬ সেপ্টেম্বর সীমান্ত এলাকা থেকে মোজাম্মেল হক বাবুকে গ্রেফতার করে পুলিশ। পরদিন রাজধানীর ভাষানটেক এলাকায় ফজলু হত্যা মামলায় তাকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়।

মামলা সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট যাত্রাবাড়ীর উত্তর কুতুবখালী বউ বাজারে আন্দোলনে অংশ নেন ইমরান। দুপুর ১টায় আসামিদের ছোঁড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। পরে হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় গত ৬ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৯৭ জনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন নিহতের মা কোহিনূর আক্তার।

শাকিল ও ফারজানার এজাহারে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ীর দনিয়া এলাকায় আন্দোলনে অংশ নেন মাদরাসার আলিম প্রথম বর্ষের ছাত্র সৈয়দ মুন্তাসির রহমান। দুপুরে আসামিদের ছোঁড়া গুলিতে মারা যান তিনি। এ ঘটনায় ১১ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৫৭ জনের নামে একই থানায় মামলা করেন নিহতের বাবা সৈয়দ গাজিউর রহমান।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএম/এসডব্লিউ

একাত্তর টেলিভিশন গ্রেফতার ফারজানা রুপা মোজাম্মেল হক বাবু শাকিল আহমেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর