Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিয়োগ পাচ্ছেন ৪৩তম বিসিএসে বাদ পড়া ১৭১ জন

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৫ ১২:৫৭ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ১৫:০৮

জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সারাবাংলা

ঢাকা: ৪৩তম বিসিএসের চূড়ান্ত গেজেট থেকে বাদ পড়া ২২৭ জনের মধ্যে ১৭১ জনকে নিয়োগে সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

‎জানা গেছে, প্রধান উপদেষ্টার অনুমোদন পাওয়ার পর তাদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হবে।

‎নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ২২৭ জনের মধ্যে ১৭১ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। বাকি ৫৬ জনের বিরুদ্ধে ছাত্রলীগ ও ইসকনের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এছাড়া কিছু প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলাও ছিল। এ জন্য তাদের নিয়োগের সুপারিশ করা হয়নি।

‎২০২৪ সালের ১৫ অক্টোবর ৪৩তম বিসিএসে নিয়োগের জন্য প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে সেই প্রজ্ঞাপন বাতিল করে গত ৩০ ডিসেম্বর নতুন করে আবার প্রজ্ঞাপন জারি হয়। নতুন প্রজ্ঞাপনে বাদ পড়েন ১৬৮ জন। ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশপ্রাপ্ত এক হাজার ৮৯৬ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হলো। এসব প্রার্থীকে ১৫ জানুয়ারি চাকরিতে যোগ দিতে হবে।’

‎৪৩তম বিসিএস থেকে দুই হাজার ১৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগের জন্য গত বছরের ২৬ ডিসেম্বর সুপারিশ করেছিল সরকারি কর্ম কমিশন। সুপারিশের দীর্ঘ ১০ মাস পর ১৫ অক্টোবর যে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল, সেখানে বিভিন্ন ক্যাডারে বাদ পড়েছিলেন ৯৯ জন।

বিজ্ঞাপন

‎সারাবাংলা/এনএল/এসডব্লিউ

৪৩তম বিসিএস জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর