Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর সাতরাস্তায় সড়ক অবরোধ পলিটেকনিকের শিক্ষার্থীদের

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৫ ১২:৫১ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ১৫:০৮

সড়কে অবস্থান নিয়েছে পলিটেকনিকের শিক্ষার্থীরা।

ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তায় সড়ক অবরোধ করেছেন দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ফলে বন্ধ হয়ে গেছে সড়কে যান চলাচল।

বুধবার (১৬ এপ্রিল) সকাল পৌনে ১১টার দিকে তারা সড়ক অবরোধ করেন।

৬ দফা দাবির বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, আমরা আগেও একাধিকবার একই দাবি উত্থাপন করেছি, কেউ কর্ণপাত করেনি। এখন আমরা রাস্তা অবরোধ করেছি। দাবির ব্যাপারে কথা বলতে হলে আমাদের কাছে আসতে হবে। সচিবালয়ে কেউ যাবে না।

তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ছয় দফা দাবিতে রাজধানীর সাতরাস্তায় সড়ক অবরোধ করেছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তাদের দাবি শিক্ষা উপদেষ্টার কাছে পৌঁছে দেওয়ার কথা তারা রাজি হয়নি।

তেজগাঁও ট্রাফিক বিভাগের উপকমিশনার (ডিসি) রফিকুল ইসলাম বলেন, যান চলাচল বন্ধ করে দিয়েছে ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা। চারদিকের সড়ক বন্ধ। আমাদের ট্রাফিক পুলিশ সদস্যরা কাজ করছেন। শিক্ষার্থীরা উঠে গেলেই কেবল সচল হবে সড়ক।

সারাবাংলা/এমএইচ/এমপি

পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী সড়ক অবরোধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর