Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক আইজিপি মামুন-এমপি জ্যাকবসহ ৩ জন রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৫ ১২:৪৭ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ১৫:০৮

ঢাকা: পৃথক হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ তিন জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এরমধ্যে যাত্রাবাড়ী থানার এক হত্যা মামলায় আইজিপি মামুনের তিন দিনের, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানের পাঁচ দিনের ও ভাটারা থানার আরেক মামলায় ভোলা-৪ আসনের সাবেক এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আব্দুল ওয়াহাব এ আদেশ দেন।

এদিন সকালে আসামিদের আদালতে হাজির করে পুলিশ। পরে মামুন ও আবুল হাসানের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আর জ্যাকবের সাত দিনের রিমান্ড চাওয়া হয়।

রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। তবে রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। উভয়পক্ষের শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন বিচারক।

আদালত সূত্রে জানা যায়, রিমান্ডে নেওয়া এসব মামলা বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে হয়েছে। গত ৪ সেপ্টেম্বর রাজধানীর উত্তরা থেকে আইজিপি মামুনকে গ্রেফতার করে পুলিশ। ১৬ সেপ্টেম্বর কক্সবাজারের টেকনাফ থেকে আবুল হাসান হন। এ ছাড়া ১ অক্টোবর গুলশান থেকে জ্যাকবকে গ্রেফতার করা হয়।

সারাবাংলা/আরএম/ইআ

রিমান্ড সাবেক আইজিপি মামুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর