৫ দিনের রিমান্ডে সাবেক এমপি নবী নেওয়াজ
১৬ এপ্রিল ২০২৫ ১২:২৪ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ১৫:১২
ঢাকা: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে রাজধানীর রমনায় গৃহকর্মী লিজা হত্যা মামলায় ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি নবী নেওয়াজের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৬ এপ্রিল) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এ আদেশ দেন। এদিন নেওয়াজকে কারাগার থেকে আদালতে আনে পুলিশ।
আদালত সূত্র জানায়, নেওয়াজকে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। তবে রিমান্ড নামঞ্জুর চেয়ে জামিন চান আসামিপক্ষের আইনজীবী। রিমান্ডের পক্ষে শুনানি করেন মহানগর দায়রা জজ আদালতের পিপি ওমর ফারুক ফারুকী। শুনানি শেষে তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
এর আগে, ১১ এপ্রিল সাবেক এই সাংসদকে রাজধানী থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরদিন তাকে কারাগারে পাঠান আদালত।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৮ জুলাই রাজধানীর রমনা থানা এলাকায় গুলিতে আহত হন লিজা। ২২ জুলাই তিনি মারা যান। এ ঘটনায় গত ৫ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ১৭৪ জনের নামে হত্যা মামলা করেন নিহতের বাবা মো. জয়নাল শিকদার। মামলার ১৭০ নম্বরে নেওয়াজের নাম রয়েছে।
সারাবাংলা/আরএম/ইআ