চলন্ত ট্রেন থেকে বাবা-মায়ের লাফ, কোলের সন্তানের মৃত্যু
১৬ এপ্রিল ২০২৫ ০৯:২৪ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ১২:২৮
চট্টগ্রাম ব্যুরো: আগুন আতঙ্কে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়া দম্পতির ৮ মাসের শিশু সন্তানের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ওই দম্পতি।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর স্টেশনের কাছে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।
এতে নিহত হয়েছে হামদান নামে ৮ মাস বয়সী এক ছেলে শিশু। আহত অবস্থায় তার বাবা আব্দুর রাজ্জাক ও মা লিজা আক্তারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, আহত রাজ্জাক ও লিজা কক্সবাজার সদরের পিএমখালী এলাকার বাসিন্দা। সাতকানিয়া স্টেশন থেকে প্রবাল এক্সপ্রেস ট্রেনে তারা কক্সবাজার যাচ্ছিলেন।
চট্টগ্রাম রেলওয়ে (জিআরপি) থানার ওসি শহীদুল ইসলাম সারাবাংলাকে জানিয়েছেন, প্রবাল এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৮টা ২৫ মিনিটে লোহাগাড়ার আধুনগর স্টেশনের আগে রশিদের পাড়া এলাকায় পৌঁছালে ট্রেনের ‘থ’ বগিতে ট্রান্সমিটারে আগুনের সূত্রপাত হয়। তবে এতে ওই বগির কেউ হতাহত হননি।
আগুন লাগার ১৫ মিনিটের মধ্যে স্থানীয়দের সহযোগিতায় রেল কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন।
কিন্তু আগুন লাগার ঘটনা শুনে ‘খ’ বগি থেকে আতঙ্কিত হয়ে যাত্রী আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী লিজা চলন্ত ট্রেন থেকে লাফ দেন। লিজার কোলে ছিল সন্তান হামদান।
ওসি শহীদুল বলেন, ‘হামদান ঘটনাস্থলে নিহত হয়। আব্দুর রাজ্জাক ও লিজা আক্তার গুরুতর আহত হয়েছেন। তিনজনকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।’
আহত আব্দুর রাজ্জাক ও লিজা আক্তারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি জানান।
সারাবাংলা/আরডি/এনজে