Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৫ ০৯:০৮ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ১২:১৮

মরদেহ। প্রতীকী ছবি

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কে বালুবাহী দটি ড্রাম ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি ট্রাকের ভিতরে থাকা হেলপার সজিব (১৮) ও চালকের বন্ধু সাকিব (২০) ঘটনাস্থলে নিহত হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত চালক আহত হলেও তাকে খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় লোকজন।

বুধবার (১৬ এপ্রিল) ভোরে লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কের নাজিরপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত সজিব বেগমগঞ্জ উপজেলার ফাজিলপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে ও সাকিব কেন্দুরবাগ এলাকার শাহ আলমের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ড্রাম ট্রাক ঢাকা নাজিরপুর এলাকায় এসে দাঁড়ায়। ভোর সাড়ে ৪টার দিকে একই দিক থেকে বালু নিয়ে আসে আরও একটি ড্রাম ট্রাক। পরের গাড়িটি নাজিপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে দাঁড়িয়ে থাকা আগের ট্রাকটিকে ধাক্কা দিলে সেটি উলটে পাশের খাদে পড়ে যায়। সেই সঙ্গে ধাক্কা দেওয়া গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে গাড়িতে থাকা তিনজনের মধ্যে অজ্ঞাত চালক বের হয়ে চলে গেলেও ভেতরে আটকা পড়ে সজিব ও সাকিব।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, ভোর ৫টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় খাদে পড়ে যাওয়া ট্রাকটির সামনের অংশ কেটে ভিতরে থাকা দুইজনকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতের মধ্যে সজিব ট্রাকটির হেলপার ও সাকিব চালকের বন্ধু ছিলো বলে স্থানীয় ভাবে নিশ্চিত হওয়া গেছে। ধারণা করা হচ্ছে এ গাড়ির চালক ও অপর গাড়ির লোকজন আহত অবস্থায় পালিয়ে গেছে। ঘটনাটির তদন্ত শেষে আরও বিস্তারিত জানা যাবে বলে জানান ওসি রুহুল আমিন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

আহত ট্রাক নিহত সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর