লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতের আমির
১৬ এপ্রিল ২০২৫ ০৩:০৬ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ১২:১৯
ঢাকা: চিকিৎসার জন্য লন্ডনে অবস্থানরত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
রোববার (১৩ এপ্রিল) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় তাদের এ সাক্ষাৎ হয়। এ সময় তারেক রহমানও উপস্থিত ছিলেন।
এদিকে দুই সপ্তাহের সফর শেষে সোমবার (১৪ এপ্রিল) দেশে ফিরেছেন জামায়াতের আমির শফিকুর রহমান। সাক্ষাতের বিষয়টি জানতে গণমাধ্যমকে তিনি বলেন, ‘বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছি। আমরা একসঙ্গে অনেক দিন কাজ করেছি। উনি অসুস্থ। ওনার খোঁজ-খবর নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। বহুদিন পর আমাদের দেখা হয়েছে। আমরা ওনার জন্য দোয়া করেছি, ওনার কাছে দোয়া চেয়েছি।’
তারেক রহমানের সঙ্গে কোনো কথা হয়েছে কি না?— এমন প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, ‘দেখা হলে তো কথা হয়-ই। অনেক কথাই হয়েছে।’
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ৪ এপ্রিল ব্রাসেলস সফরে যান। এই সফরে তার সঙ্গে ছিলেন দলের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও আমিরের আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা মাহমুদুল হাসান।
ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদর দফতরে একাধিক বৈঠক ও সাক্ষাৎ কর্মসূচি ছিল জামায়াত আমিরের। সফরকালে ইউরোপীয় পার্লামেন্টের সাউথ এশিয়ান ককাসের এমপিদের সঙ্গে বৈঠক, ইইউর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সাউথ এশিয়া ডেস্কের কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক হয় জামায়াত প্রতিনিধি দলের। এরপর ব্রাসেলস থেকে জামায়াতের আমির শফিকুর রহমান ও নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের লন্ডনে যান।
সারাবাংলা/এজেড/পিটিএম