সিডনিতে নৃত্যাঞ্জলি ডান্স একাডেমির বাংলা নববর্ষ অনুষ্ঠিত
১৫ এপ্রিল ২০২৫ ২৩:৫১
সিডনির ল্যাকেম্বা ইউনাইটিং চার্চে আগাম বাংলা নববর্ষ ও বর্ষবরণ অনুষ্ঠিত। শনিবার (১২ এপ্রিল) নৃত্যাঞ্জলি ডান্স একাডেমির আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠিত হয়।
বাংলা নববর্ষ ও বর্ষবরণের আয়োজনে সিডনির জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে একটি মিলন মেলার রূপ দিয়েছিল। এ আয়োজনটি করে নৃত্যাঞ্জলি ডান্স একাডেমির প্রাণপুরুষ রাজেশ সাহা ও কর্ণধার মৌসুমী সাহা।
অনুষ্ঠানটির মূল পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন ড. রতন কুন্ডু। সঞ্চালনায় ছিলেন শুভ্রা সাহা, ঝুটন আচার্য ও রতন কুন্ডু।
দুপর দেড়টায় শোভাযাত্রা দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। শোভাযাত্রা ল্যাকেম্বার কয়েকটি স্ট্রীট প্রদক্ষিণ করে ইউনাইটিং চার্চে সমাপ্ত হয়। এ সময় অংশগ্রহণকারীরা বর্ষবরণ ও দেশের গান পরিবেশন করে র্যালি করেন। এতে অংশগ্রহণ করেন— অনুলেখা পন্ডিত, শ্যামলী দেবরায়, মৌসুমী সানা, মধুমিতা সাহা, নমিতা চৌধুরী, সুপ্তা ভৌমিক, মৌসুমী সাহা, দেবী সাহা, সুচিত্রা কুন্ডু, প্রিয়াস পাল, পূর্ণতা কুন্ডু, অনিতা পাল, ঝুটন আচার্য, রাজেশ সাহা ও অন্যন্য শিল্পীবৃন্দ।
সমবেত সঙ্গীত ‘এসো হে বৈশাখ এসো এসো’, ‘ধন ধান্য পুষ্পে ভরা’ ও ‘মাঝি নাও ছাইরা দে’ পরিবেশন করেন নৃত্যাঞ্জলি, আবাহনী ও অন্যান্য সংগঠনের শিল্পীরা।
একক সঙ্গীত পরিবেশন করেন— রাণা, অনুলেখা পন্ডিত, শ্যামলী দেবরায়, মৌসুমী সানা, মধুমিতা সাহা, সুপ্তা ভৌমিক, শিশু শিল্পী কৃধা সাহা, নন্দিনী ভট্টাচার্য, নিলুফা ইয়াসমীন, অনিতা পাল, গোপা ঘোষ, পাপিয়া দত্ত ও অভিষেক। আবৃত্তি করেছেন— পলি ফরহাদ, নমিতা চৌধুরী, নূসরাত জাহান স্মৃতি ও রতন কুন্ডু।
‘পহেলা সবার থাক, আসে পহেলা বৈশাখ’ গানের সঙ্গে গ্রুপ নৃত্য পরিবেশন করে নৃত্যাঞ্জলি ডান্স একাডেমি মৌসুমী সাহা, মৌসুমী সানা, সুপ্তা ভৌমিক ও অন্যান্য শিল্পীরা। অচেনা বৈশাখ গানের সঙ্গে নাচ করেন তৃষা সরকার, আরাধ্যা দেব ও রিয়ানা সানা। কলকল ছলছল গানের সঙ্গে নাচ পরিবেশন করে লিয়ানা ও নোহা। আয় বৃষ্টি ঝেপে গানের সঙ্গে নাচ পরিবেশন করে অপরাজিতা, আরাধ্যা, লিয়ানা ও নোহা। বলি ও ননদী গানের সঙ্গে নাচ পরিবেশন করে শুদ্ধ স্বরলিপি ও আদিত্য দেব। অচেনা বৈশাখে গানের সঙ্গে একটি অনবদ্য নাচ পরিবেশন করে প্রিয়াঙ্কা সাহা। অনুষ্ঠানে যন্ত্রসঙ্গীত ও সাউন্ড সিস্টেমে সহযোগিতা করেন দেবাশীষ ও রাজেশ সাহা।
এরপর স্থানীয় কমিউনিটি নেতারা, সরকারি প্রতিনিধি ও শুভানুধ্যায়ীদের নিয়ে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মো. আব্দুল মতিন, কাউন্সিলর মাসুদ খলিল, কাউন্সিলর মাসুদ চৌধুরী, বিলকিস জাহান ও নোমান শামীম। আলোচনা পর্বটি সঞ্চালনা করেন নৃত্যাঞ্জলি ডান্স একাডেমির উপদেষ্টা ড. রতন কুন্ডু।
অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য পিঠা, পুলি, মিষ্টান্ন, ইলিশ ভাজা-পান্তা ইলিশসহ হরেক প্রকার দেশজ ব্যঞ্জন দিয়ে মধ্যাহ্নভোজের ব্যবস্থা ছিল। আয়োজকরা আগত সব অতিথি, প্যাট্রন, স্পন্সর ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়ে রাত সাড়ে ৮টায় দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
সারাবাংলা/এমএইচ/এইচআই