সিলেটে সড়কে ঝরল শিক্ষিকার প্রাণ, গুরুতর আহত বিজিবি সদস্য
১৫ এপ্রিল ২০২৫ ২৩:৩৬
সিলেট: সিলেটের জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক স্কুল শিক্ষিকা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ছোট ভাই বিজিবি সদস্য।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের থানা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুল শিক্ষিকার নাম তাসনিয়া পারভীন জুই (২৭) ও গুরুত্বর আহত বিজিবি সদস্য ইমদাদুল হক ইমন (২৪)। তারা জকিগঞ্জ সদর ইউনিয়নের লালোগ্রামের অব. বিজিবি কমান্ডার আমিনুল হক বাচ্চুর মেয়ে এবং ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল শিক্ষিকা তাসনিয়া পারভীন জুই ছোট ভাইয়ের সঙ্গে মোটসাইকেল যোগে বাড়িতে যাওয়ার পথে জকিগঞ্জের থানাবাজারে আসা মাত্রই সিলেট থেকে ছেড়ে আসা দ্রুতগামী বেপরোয়া যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান স্কুল শিক্ষিকা জুই। তার ভাই বিজিবি সদস্য ইমনও গুরুতর আহত হন। ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না সারাবাংলাকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি হেফাজতে নিয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার পর থেকে বাসচালক পলাতক রয়েছে।
এদিকে, স্কুল শিক্ষিকার মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং বাস চালককে শাস্তির আওতায় দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সারাবাংলা/এইচআই