Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৫ ২২:৩৫

সড়ক দুর্ঘটনা। ছবি: সারাবাংলা

সুনামগঞ্জ: জেলার ছাতকে সড়ক দুর্ঘটনায় মো. সামছু মিয়া নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে ছাতক-সিলেট সড়কের তাজপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মো. সামছু মিয়া ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের চরবাড়া ভাটিপাড়া গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে মো. সামছু মিয়া তাজপুর গ্রামে তার মেয়ের বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে তিনি নামার সঙ্গে সঙ্গে আরেকটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। এ সময় তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পর তার মৃত্যু হয়।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান আকন্দ ঘঁনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি কাজ শেষ করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এইচআই

নিহত বৃদ্ধ নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর