রংপুরে আধাবেলা দোকানপাট বন্ধ রাখবেন ব্যবসায়ীরা
১৫ এপ্রিল ২০২৫ ২১:৪০ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ০০:২৩
রংপুর: নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রংপুর নগরীর সব দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রংপুর চেম্বার এবং দোকান মালিক সমিতি।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে সংগঠনের প্রেসিডেন্ট আকবর আলী ও মহানগর দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক তানবীর হোসেন আশরাফী এ তথ্য নিশ্চিত করেছেন।
তারা জানান, ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বুধবার (১৬ এপ্রিল) রংপুর নগরীর সুপারমার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশ, ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ ও ফিলিস্তিনে শহিদদের জন্য দোয়া কর্মসূচি পালন করা হবে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি চলাকালে নগরীর সব দোকানপাট বন্ধ থাকবে। এতে রংপুর নগরীর ১৫৬টি ব্যবসায়ী সংগঠনের নেতা, শিক্ষক-শিক্ষার্থী, চিকিৎসক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনীতিবীদসহ নানা-শ্রেণি পেশার মানুষ সংহতি জানিয়ে অংশ নেবে।
ব্যবসায়ী নেতাদের পক্ষ থেকে ইসরায়েলের সব পণ্য বয়কটের সিদ্ধান্তের ঘোষণাও দেওয়া হয়েছে।
সারাবাংলা/পিটিএম