Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্যার আশঙ্কায় সুনামগঞ্জে ৩ অধিদফতরের ছুটি বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৫ ১৮:৫২ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ১৯:০৬

সুনামগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে হাওরের ধান দ্রুত কর্তন ও আগাম বন্যার করণীয় সম্পর্কে প্রেস ব্রিফিং।

সুনামগঞ্জ: সুনামগঞ্জের ১৮ এপ্রিল থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় হাওরের শতভাগ ধান কাটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও কৃষি অধিদফতরের সব ছুটি বাতিল করা হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) বিকালে সুনামগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে হাওরের ধান দ্রুত কর্তন ও আগাম বন্যার করণীয় সম্পর্কে প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ১৮ এপ্রিল থেকে সুনামগঞ্জে সপ্তাহব্যাপী বৃষ্টি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এতে হাওরের ধান ইতোমধ্যে অনেক ঝুঁকির মধ্যে রয়েছে। তাই কৃষকদেরকে অনুরোধ জানাব পাকার সঙ্গে সঙ্গে ধান কাটতে হবে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলেন, ‘সুনামগঞ্জ ও ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টির শঙ্কা থাকায় সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।’

এ সময় উপস্থিত ছিলেন, কৃষি অধিদফতরের উপপরিচালক মোস্তফা ইকবাল আজাদ।

সারাবাংলা/এমপি

বন্যা সুনামগঞ্জ হাওর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর