যশোরে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৫ ১৭:৩২
১৫ এপ্রিল ২০২৫ ১৭:৩২
যশোর: যশোরে পিস্তলসহ রাব্বিল হোসেন মানিক (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পু্লিশ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে জেলা পুলিশের মিডিয়া গ্রুপে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এরআগে সোমবার রাতে শহরের চাঁচড়া রায়পাড়ায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়।
রাব্বিল হোসেন মানিক শহরের শংকরপুর ইছাহাক সড়ক এলাকার বাসিন্দা হিরুজুলের ছেলে।
ডিবি পুলিশ জানায়, রাব্বিল হোসেন মানিকের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা হয়েছে।
সারাবাংলা/এসআর