Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত থেকে এলো ১০ হাজার মেট্রিক টন চাল

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৫ ১৫:৫৮ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ১৭:৪৬

চাল। ছবি: সংগৃহীত

ঢাকা: ভারত থেকে আরও ১০ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল এসেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এমভি পিএইচইউ থান জাহাজটি।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২ মার্চ সম্পাদিত আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় (প্যাকেজ-৮) ভারত থেকে ১০ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে mv PHU THANH জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে মোট পাঁচ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে নয়টি প্যাকেজে মোট চার লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছে। ইতোমধ্যে চুক্তি মোতাবেক তিন লাখ ৫৩ হাজার ৭১৯ মেট্রিক টন চাল দেশে পৌঁছেছে।

বিজ্ঞাপন

জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষ হয়েছে এবং চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সারাবাংলা/জেআর/এসডব্লিউ

চাল আমদানি ভারত

বিজ্ঞাপন

মারা গেলেন পোপ ফ্রান্সিস
২১ এপ্রিল ২০২৫ ১৪:২৬

আরো

সম্পর্কিত খবর